১৯৭ বছর ধরে চলছে গোবরডাঙার প্রসন্নময়ী কালীর পুজো,অতিমারী মাথায় নিয়েই উপাচার

Last Updated:

কালীপূজার রাতে সেই পূজাতে প্রতি বছর হাজার হাজার মানুষ শামিল হন।

যুমনার জল তুলে মা প্রসন্নময়ীর স্নান হয়ে গিয়েছে। এবার পুজো শুরু হচ্ছে গোবরডাঙ্গার জমিদার পরিবারের প্রতিষ্ঠিত কালী মন্দিরে, যে মন্দিরের বয়স বর্তমানে ১৯৭ বছর। ১২২৯ বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত।
জাগ্রত মা কালী এখানে প্রসন্নময়ী। ১২ শিব মন্দিরে ঘেরা মায়ের মন্দির নিত্য দু'বেলা পূজা হয়।আর আজ কালীপূজার রাতে সেই পূজাতে প্রতি বছর হাজার হাজার মানুষ শামিল হয়। প্রসাদ বিতরণ মধ্যে থাকে আবেগ। তবে এবার করোনা অতিমারির জেরে সেই আয়োজন বাতিল করা হয়েছে।
মা কালীর পূজার শেষে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও এবার রাখা হয়েছে বিধিনিষেধ। পূজার আয়োজক ও জমিদার পরিবারের বংশধর উদিত প্রসন্ন মুখোপাধ্যায় জানান প্রয়োজন যৎসামান্য লোকের অঞ্জলির ব্যবস্থা করা হবে। ভিড় বেশি হলে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
advertisement
আগে এই মন্দিরে পশুবলি হত। তা কয়েক যুগ আগে বন্ধ হয়েছে। এখন মাতৃকাশক্তির কাছে আড়াই শো মধু আর আড়াই কিলো চিনি উৎসর্গ করা হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯৭ বছর ধরে চলছে গোবরডাঙার প্রসন্নময়ী কালীর পুজো,অতিমারী মাথায় নিয়েই উপাচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement