Home /News /kolkata /
আগামিকাল থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি, ভাসবে কলকাতা

আগামিকাল থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি, ভাসবে কলকাতা

File Photo

File Photo

বৃষ্টি থামার যেন কোনও লক্ষণ নেই ৷ নিম্নচাপ সরলেও ফের নতুন করে তৈরি হচ্ছে বৃষ্টি যার জেরে এখনই কমছে না বৃষ্টি ৷

 • Share this:

  #কলকাতা: বৃষ্টি থামার যেন কোনও লক্ষণ নেই ৷ নিম্নচাপ সরলেও ফের নতুন করে তৈরি হচ্ছে বৃষ্টি যার জেরে এখনই কমছে না বৃষ্টি ৷ আগামিকাল অথার্ৎ বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকে দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতাতেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ জোড়া মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বাড়বে বৃষ্টি ৷ বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে ৷

  আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পে ব্যাপক সাড়া, ৩ মাসে ৭০ হাজার আবেদনপত্র জমা

  এই সপ্তাহের প্রায় গোটাটাই ছিল বৃষ্টিমুখর ৷ সোমবার সকাল থেকে শুরু হয় প্রবল বৃষ্টি ৷ এর জেরে হয়রানি মুখে পড়তে অফিস যাত্রী ও স্কুল পড়ুয়াদের ৷ শহরের বিভিন্ন জায়গায় জল জমে যানজট সৃষ্টি হয় ৷ এদিন বৃষ্টি কিছুটা কমলেও আগামিকাল থেকে ফের শুরু হবে প্রবল বৃষ্টিপাত ৷

  আরও পড়ুন: বোমা ফেটে বাদ যায় হাত, পৌলমীর ইচ্ছাপূরণে লাগানো হল কৃত্রিম হাত

  First published:

  Tags: Forecast Of Heavy Rainfall, Heavy Rainfall, Heavy rainfall in kolkata

  পরবর্তী খবর