Baguiati Fire : বাগুইআটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কনভয় থামিয়ে দমকলে খবর দিলেন মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের কর্মীদের তরফে জানানো হয়েছে, সম্পূ্র্ণ আগুন নেভার পরই কীভাবে আগুন লেগেছে, তা বোঝা সম্ভব হবে।
ঘটনাচক্রে সভা সেরে ফিরছিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। বাসস্ট্যান্ডের কাছে আগুন জ্বলতে দেখে হুইলচেয়ারে চেপেই উড়ালপুল থেকে পুরো ঘটনাটি তদারকি করেন মমতা। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। মুখ্যমন্ত্রী ও দমকল মন্ত্রীর উপস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে নামে দমকল বাহিনী।
সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘদিন ধরেই চারটি পরিত্যক্ত গাড়ি পড়েছিল। সোমবার দুপুরে আচমকাই গাড়িগুলোতে আগুন লেগে যায়। কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের কর্মীদের তরফে জানানো হয়েছে, সম্পূ্র্ণ আগুন নেভার পরই কীভাবে আগুন লেগেছে, তা বোঝা সম্ভব হবে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকল বাহিনী। এলাকা ছেয়ে গিয়েছে কালো ধোঁয়ায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2021 8:28 PM IST