Fake Medicine: ফের শহরের বুকে জাল ওষুধের কারবার... একাধিক ওষুধ বাজেয়াপ্ত করল ড্রাগ কন্ট্রোল

Last Updated:

প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: শহর থেকে জেলা, সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ। শেষ কয়েক মাসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং‌ ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন’ কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে।
প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়। বেশ কিছু ওষুধ শিডিউল এইচ টু ড্রাগ। তবে স্ক্যান করে সঠিক তথ্য পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ওষুধগুলোকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ড্রাফ কন্ট্রোল কে জানানো হচ্ছে যে আদৌ সঠিক ওষুধ কিনা। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ড্রাগ কন্ট্রোল জানতে পেরেছে। উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল কে এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।
advertisement
advertisement
এর আগে মেহতা বিল্ডিং থেকে যে ওষুধ রাজ্য ড্রাগ কন্ট্রোল বাজেয়াপ্ত করেছিল, সেই ওষুধ কেনা হয়েছিল কেষ্টপুর ঘোষপাড়া মন্ডলপাড়া লাখ ফার্মাসিউটিকালস নামের একটি হোলসেল ডিস্ট্রিবিউটারস থেকে। প্রায় কুড়ি লক্ষ টাকার ওষুধ সিজ করা হচ্ছে। পাঁচটি ভায়ালও বাজেয়াপ্ত হয়। নামী একটি সংস্থার তৈরি ওই দামি ইনজেকশন বড়সড় কোনও আঘাতে, রক্তক্ষরণ বন্ধে, পুড়ে যাওয়ার ক্ষত সারাতে এবং বড়সড় কোনও অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: ফের শহরের বুকে জাল ওষুধের কারবার... একাধিক ওষুধ বাজেয়াপ্ত করল ড্রাগ কন্ট্রোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement