শীতলকুচিকাণ্ডে ফরেন্সিক ব্যালেস্টিক টিমের আধিকারিকরা দিলেন প্রাথমিক মত, এল বড় তথ্য
- Published by:Debalina Datta
Last Updated:
শীতলখুচিকাণ্ডে বুথের দরজা ভেদ করে ব্ল্যাকবোর্ডে যে গুলি লেগেছিল, তা রাইফেলের গুলি, কী বলছেন ব্যালেস্টিক এক্সপার্টরা ?
#কলকাতা: শীতলকুচিকাণ্ডে ফরেন্সিক ব্যালেস্টিক টিমের আধিকারিকরা পরীক্ষা করে প্রাইমারি অপিনিয়ন জানালেন সিআইডি আধিকারিকদের| সিআইডি সূত্রে খবর, বুথের দরজা ভেদ করে যে গুলি লেগেছিল বুথের ভিতর থাকা ব্ল্যাকবোর্ডে , তা রাইফেলেরই গুলি|
রাইফেলের একটি গুলিই বাইরে থেকে বুথের দিকে তাক করে ছোঁড়া হয়েছিল| কি কারণে বুথের ভিতর গুলি ছুঁড়তে হলো খতিয়ে দেখছে সিআইডি সিটের আধিকারিকরা |স্কুলের ১২৬ নম্বর বুথের ভিতর যে ব্ল্যাকবোর্ডে গুলির নিশানা মিলেছিল , সে বিষয়ে ফরেনসিক ব্যালেস্টিক টিম আধিকারিকরা নিশ্চিত করলেন গুলি চলেছিল রাইফেল থেকেই, এমনটাই দাবি সিআইডির |
advertisement
শীতলখুচি গুলি কাণ্ডে ফরেন্সিকের ব্যালেস্টিক টিম ঘটনাস্থলে যায় সোমবার | ফরেনসিকের ব্যালেস্টিক টিম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করেন | সিআইডি সূত্রে খবর , ১২৬ নম্বর বুথে বাইরে থেকে বুথের ভিতর দিকে গুলি ছোড়ার প্রমান মিলেছিল | যেখানে ওই বুথের ভিতরে থাকা ব্ল্যাক বোর্ড এ গুলি গিয়ে লেগেছিল | ব্যালেস্টিক টিম নমুনা সংগ্রহ করে দেখে, কী ধরণের গুলি? কী ধরণের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে? দরজার ফাঁক দিয়ে কীভাবে লেগেছে গুলি? কোন দিক থেকে এসেছে গুলি? কত স্পিড ছিল গুলির যে ব্ল্যাকবোর্ড ভেদ করে?
advertisement
advertisement
প্রশ্ন উঠছে, বুথের বাইরে গন্ডগোলে কেন বুথের ভিতরে নিশানা করে গুলি ছুড়তে হল? সিআইডি সূত্রে খবর, বুথের ভিতরে থাকা ভিডিও সংগ্রহ করা হয়েছে | এর আগে ১৭ মে সিআইডির সিটের টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছিল | ফরেনসিকের ব্যালেস্টিক টিম তারপর ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে প্রাইমারি অপিনিয়ন দিল সিআইডিকে | সিআইডি সূত্রে খবর, প্রতক্ষদর্শীদের বয়ান অনুসারে গণ্ডগোলের সময়, বুথের দরজার ভিতরে থাকা এক যুবক দরজা আটকানোর চেষ্টা করছিলেন ও এক মহিলা শিশুকে কোলে নিয়ে ভিতরে দরজা পাশে দাঁড়িয়েছিলেন ভীত সন্ত্রস্ত অবস্থায় | হঠাৎ কী এমন ঘটল যে বাইরে জমায়েত সরানোর বদলে, বুথের ভিতরে দিকে গুলি চালাতে হল? গণ্ডগোল যেটা হচ্ছিল তা বাইরে হচ্ছিল | ভিতরে কেন গুলি ছোঁড়া হল? নমুনা সংগ্রহ করে গোটা বিষয়ে পরীক্ষা করেন ফরেন্সিকের ব্যালেস্টিক টিমের আধিকারিকরা |
advertisement
সিআইডি সূত্রে খবর , এই ঘটনায় ৬ জন কেন্দ্রীয় বাহিনী সদস্যকে তিন বার তলব করা হয়েছিল | কিন্তু তা সত্ত্বেও তাঁরা কেউই ভবানীভবনে এসে হাজির হননি বলে দাবি সিআইডির | সিআইডি সূত্রে খবর, গত ১২ মে মাথাভাঙ্গা SDPO সুরজিৎ মণ্ডলকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় | ১১ মে মাথাভাঙ্গা এসআই গোবিন্দ দাসকে ভবানীভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় |
advertisement
ঘটনার দিন আরটি মোবাইলের দায়িত্বে ছিল গোবিন্দ দাস | ১০ মে মাথাভাঙ্গা আইসি বিসাশ্রয় সরকার এবং সেক্টর অফিসার এএসআই রফা বর্মন, এবং কিউআরটি অফিসার এএসআই সুব্রত মণ্ডলকে ভবানীভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় | গত ২৫ মে ডিএমডিসি মাথাভাঙ্গা টি ভুটিয়া যিনি রিটার্নিং অফিসার এবং বিডিও মাথাভাঙ্গা সম্বল ঝা যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ভূমিকায় ছিলেন ঘটনার দিন, এঁদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে |
advertisement
ব্যালেস্টিক টিমের প্রাথমিক মত অনুসারে রাইফেলের গুলি ঘটনার দিন বুথের দিকে তাক করে ছোঁড়া হয়েছিল | ফলে ওই দিন পুলিশের নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন সেই কর্তাকেও দ্রুত তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে | পুলিশের দাবি অনুসারে, ঝামেলা হচ্ছিলো বুথের বাইরে সেক্ষেত্রে আত্মরক্ষার্থে গুলি চালানো হলে, কেন বুথের ভিতর গুলি ছোড়া হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন | গোটা বিষয়টি তদন্ত করে দেখছে সিআইডির আধিকারিকরা |
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2021 10:56 AM IST