Kolkata Town Hall: কোটি কোটি টাকা খরচে সংস্কারের পরও খসে পড়ল চাঙর! ক্ষুব্ধ পুর কর্তৃপক্ষ

Last Updated:

এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুর কর্তৃপক্ষ৷ আজ, শুক্রবার, টাউন হল পরিদর্শনে যাবেন কলকাতা পৌরসভার প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম এবং জরুরি বৈঠক করবেন বেলা দুটোয়।

#কলকাতা: সংস্কারের পর চাঙর খসে পরল ঐতিহাসিক টাউনহলের (Kolkata Historical Buidling)। কোটি কোটি টাকা খরচে সংস্কারের পর এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুর কর্তৃপক্ষ। আজ টাউন হল (Kolkata Town Hall) পরিদর্শনে যাবেন কলকাতা পৌরসভার প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম এবং জরুরি বৈঠক করবেন বেলা দুটোয়।
২০১৭ সালে সংস্কারের কাজ শুরু হয় রুড়কি আইআইটি র (IIT Roorkie) পরামর্শে। রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সংস্কারের কাজ করেন। প্রথম পর্যায়ে ২৮ কোটি টাকা ও পরে আরও তিন কোটি টাকা খরচ করা হয়।বিকাশ ভট্টাচার্য্য মেয়র থাকাকালীন টাউনহলের বেসমেন্টের ৪ফুট খুঁড়ে তৈরি হয় বেসমেন্ট হল। রুড়কি আইআইটির পরামর্শে সেই বেসমেন্টের অংশের সাদা বালি ও কংক্রিটে পুরনো চেহারা ফেরানো হয়। চার ফুট গর্ত বুজিয়ে পুরনো চেহারা নকশায় ফিরিয়ে আনেন ইঞ্জিনিয়াররা।
advertisement
দোতালার মেঝেতে কাঠের পাটাতনের বদলে ইস্পাতের পাত, তার ওপরে কংক্রিট এবং সবার ওপরে কাঠের পুরনো চেহারা ফেরানো হয়। দোতালায় ওঠার ঐতিহ্যের সিঁড়ি কাঠেরই থাকছে। লম্বা থাম সহ বিভিন্ন জায়গায় ফাটল ধরেছিল। সেখানে স্টিল ওয়ার এবং রাসায়নিক দেওয়ার পর ফাইবার রেপিং করা হয়েছে যাতে ভূমিকম্পেও অটুট থাকে এই ইমারত।
advertisement
advertisement
১৮১৩ সালের টাউন হলের নির্মাণকাজ শেষ হয় ৭ লক্ষ টাকায়। ডোরিক স্থাপত্যরীতিতে চুন সুরকির এই ইমারত তৈরি হয়েছে। বেসমেন্টে ৫ ফুট ব্রিক আর্চের উপর রয়েছে মূল ভবনের ভিত্তি। মোট বারোশো বর্গমিটার এলাকা। হল ঘরগুলির আয়তন ১৬৫ ফুট লম্বা ও ৬৫ ফুট চওড়া।
বিকাশ ভট্টাচার্যের আমলে বেসমেন্ট বদলে তৈরি হয় বেসমেন্ট হল। ২০১২ সালের ১৪ই এপ্রিল শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন বেসমেন্ট হল এর উদ্বোধন হয়, নাম কন্দর। জানুয়ারি মাসে সংস্কারের কাজ শেষ হওয়ার পর বেশ কয়েক জায়গায় পলেস্তারা খসে পড়তে থাকে। টাউন হলের সামনের একাংশ খসে পড়েছে পলেস্তারা। দীর্ঘদিন ধরে সংস্কারের পর কী ভাবে এই বিপর্যয় তা খতিয়ে দেখতে আর জরুরি বৈঠক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Town Hall: কোটি কোটি টাকা খরচে সংস্কারের পরও খসে পড়ল চাঙর! ক্ষুব্ধ পুর কর্তৃপক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement