আন্দোলনকারীদের দাবি মানল বিশ্ববিদ্যালয়, যাদবপুরে এন্ট্রান্স পরীক্ষার সিদ্ধান্ত ইসি-র

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা নিয়ে জোর বিতর্ক। বোর্ডের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি না কি প্রবেশিকা? এই নিয়ে সোমবার থেরে বিক্ষোভ পড়ুয়াদের ৷

#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা নিয়ে জোর বিতর্ক। বোর্ডের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি না কি প্রবেশিকা? এই নিয়ে সোমবার থেরে বিক্ষোভ পড়ুয়াদের ৷ অবশেষে যাদবপুরে ঘেরাও তুলে নিল পড়ুয়ারা ৷ আন্দোলনকারীদের দাবি মেনে নিল কর্তৃপক্ষ। যাদবপুরে প্রবেশিকার সিদ্ধান্ত ইসি-র। কলা বিভাগের ৬টি বিষয়ে হবে প্রবেশিকা। ভর্তির ক্ষেত্রে বিচার্য হবে উচ্চ মাধ্যমিকের নম্বরও। প্রবেশিকার ফল ও উচ্চ মাধ্যমিকের নম্বর মিলিয়ে চূড়ান্ত তালিকা হবে। ৪৪ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা ৷ ঘেরাও করা হয় উপাচার্যকে ৷
অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে থাকবে অ্যাডমিশন কমিটি ৷ বোর্ড ওফ স্টাডিজের কোনও ভূমিকা থাকবে না ৷ দ্বাদশ ও প্রবেশিকা দুই পরীক্ষার ভিত্তিতেই ভর্তি হবে ৷
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই ভর্তি নিতে হবে। সোমবার সন্ধে থেকে এই দাবিতেই উপাচার্যকে ঘেরাও করে কলা বিভাগের ছাত্র সংসদ । ঘেরাও করা হয় এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যদেরও।
advertisement
বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত‍্য, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস এবং দর্শন - কলা বিভাগের এই ছটি বিষয়ে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির জন্য ৩ থেকে ৫ জুলাই প্রবেশিকা হওয়ার কথা ছিল।
কিন্তু, কেন কিছু বিষয়ে নম্বরের ভিত্তিতে, আর কিছু বিষয়ে প্রবেশিকা, এ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন খোদ শিক্ষামন্ত্রী। শিক্ষা দফতরও কার্যত তাদের আপত্তির কথা বুঝিয়ে দেয়। এই প্রেক্ষাপটে, সোমবার, যাদবপুর বিশ্ববিদালয়ের এগজিকিউটিভ কমিটি বৈঠকে বসে। তারা, প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদেই উপাচার্যকে ঘেরাও শুরু করে কলা বিভাগের ছাত্র সংসদ। তাদের দাবি, যাদবপুর বিশ্ববাদ্যালয়ে অনেক বছর ধরে কলা বিভাগে প্রবেশিকা হয়ে আসছে ৷ এতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে ৷ পড়ুয়াদের মানও বজায় রাখা যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আন্দোলনকারীদের দাবি মানল বিশ্ববিদ্যালয়, যাদবপুরে এন্ট্রান্স পরীক্ষার সিদ্ধান্ত ইসি-র
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement