কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার অভিযোগ তৃণমূলের, রিপোর্ট তলব করল কমিশন
Last Updated:
তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি গিয়ে বাহিনীর অনেক জওয়ান হুমকি দিচ্ছেন। ভোটের দামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ। কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট।
#কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখতে উত্তর কলকাতার ডিইও-র কাছে রিপোর্ট তলব করল কমিশন৷ চেয়ে পাঠানো হয়েছে ভিডিও ফুটেজও৷
তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি গিয়ে বাহিনীর অনেক জওয়ান হুমকি দিচ্ছেন। ভোটের দামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ। কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেন সেই আস্থা অর্জনেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ শুরু করিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু, অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীরই একাংশ আস্থা অর্জনের নামে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছেন।
advertisement
কেন্দ্রীয় বাহিনীর আচরণে ঘোর আপত্তি তৃণমূলের। এ নিয়ে তারা নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। এর আগে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে ওঠে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার লোকসভা ভোটের মুখে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেই নতুন বিতর্ক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2019 6:43 PM IST