Crime News: শেষরক্ষা হল না! মুচিপাড়া খুনে পুলিশের জালে আততায়ী, উদ্ধার লুঠ করা জিনিসও
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
জানা গিয়েছে, পাড়ার বাসিন্দারাই নিয়ম করে ওই বৃদ্ধার খোঁজখবর রাখতেন৷ একা হওয়ায় কয়েকদিন আগে প্রতিবেশীরাই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছিলেন৷ পাড়া প্রতিবেশীদের নজর এড়িয়ে কী করে বৃদ্ধার বাড়িতে ঢুকে এমন কাণ্ড ঘটাল, তা ভেবেই আতঙ্কিত এলাকাবাসী৷
কলকাতা: মুচিপাড়া থানায় এলাকায় বাড়িতেই খুন একাকী বৃদ্ধা৷ নিহত বৃদ্ধার নাম নমিতা পাল (৭৬)৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে৷ ময়মুর আলি গাজি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। লুটের উদ্দেশ্যে খুন করা হয়েছে বলে মনে করা হয়েছে। চারটি সোনার বালা, দুটো আংটি, একটা সোনার লকেট ও রুপোর গয়না লুঠ করেছিল। তা উদ্ধার হয়েছে। ধৃতের ওই এলাকায় যাতায়াত ছিল। বৃদ্ধা একা থাকতেন জানত। তারই সুযোগ নিয়েছিল। স্থানীয় দোকানের সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তকে।
১০/১ নম্বর সার্পেন্টাইন রোডের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা৷ প্রতিবেশীরা জানিয়েছেন, এ দিন সকাল থেকেই নমিতাদেবীকে দেখা যায়নি৷ বাড়ির মূল দরজাও বন্ধ ছিল৷ সন্দেহ হওয়া পাড়ার বাসিন্দারাই প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন৷ তাতেও বৃদ্ধার কোনও হদিশ না পাওয়ায় বাড়িতে গিয়ে খোঁজ খবর শুরু হয়৷ তখনই দরজার ফাঁক দিয়ে বৃদ্ধার একটি আঙুল দেখা যায়৷ এর পরই খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে৷ খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ৷ বৃদ্ধার গলায় ফাঁসের চিহ্নও রয়েছে৷ এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, পাড়ার বাসিন্দারাই নিয়ম করে ওই বৃদ্ধার খোঁজখবর রাখতেন৷ একা হওয়ায় কয়েকদিন আগে প্রতিবেশীরাই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছিলেন৷ পাড়া প্রতিবেশীদের নজর এড়িয়ে কী করে বৃদ্ধার বাড়িতে ঢুকে এমন কাণ্ড ঘটাল, তা ভেবেই আতঙ্কিত এলাকাবাসী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2025 12:45 PM IST









