#কলকাতা: রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত গেস্ট লেকচারারদের নিয়ে নয়া সিদ্ধান্ত শিক্ষা দফতরের ৷ নতুন করে আর কোনও গেস্ট লেকচারার নিয়োগ করা হবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে ইতিমধ্যেই নিযুক্ত গেস্ট লেকচারারদের বিষয়ে সহানুভূতির সঙ্গে ভাবা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব অতিথি অধ্যাপকরা ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন ৷ তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তা সহানুভূতির সঙ্গে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’ জুলাই মাসের শুরুর দিকে গেস্ট লেকচারারদের নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা সামনে আসে ৷ ইউজিসি বিধি অনুযায়ী তাঁদের নিয়োগ করা হতে পারে বলে সেবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কলেজ সার্ভিস কমিশনকে গেস্ট লেকচারার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Minister, Education Minister Partha Chatterjee, Guest Lecturer appointment, Partha Chatterjee