হোম /খবর /কলকাতা /
আর নিয়োগ নয়, গেস্ট লেকচারারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

আর নিয়োগ নয়, গেস্ট লেকচারারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

photo source collected

photo source collected

তবে ইতিমধ্যেই নিযুক্ত গেস্ট লেকচারারদের বিষয়ে সহানুভূতির সঙ্গে ভাবা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত গেস্ট লেকচারারদের নিয়ে নয়া সিদ্ধান্ত শিক্ষা দফতরের ৷ নতুন করে আর কোনও গেস্ট লেকচারার নিয়োগ করা হবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে ইতিমধ্যেই নিযুক্ত গেস্ট লেকচারারদের বিষয়ে সহানুভূতির সঙ্গে ভাবা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

    বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব অতিথি অধ্যাপকরা ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন ৷ তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তা সহানুভূতির সঙ্গে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’ জুলাই মাসের শুরুর দিকে গেস্ট লেকচারারদের নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা সামনে আসে ৷ ইউজিসি বিধি অনুযায়ী তাঁদের নিয়োগ করা হতে পারে বলে সেবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কলেজ সার্ভিস কমিশনকে গেস্ট লেকচারার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷

    First published:

    Tags: Education Minister, Education Minister Partha Chatterjee, Guest Lecturer appointment, Partha Chatterjee