ভাইপোকে গ্রেফতার করেছে ইডি! এবার রেহাই পেলেন না জীবনকৃষ্ণের পিসিও... বৃহস্পতিবারেই সিজিওতে হাজিরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নজরে রয়েছেন জীবনকৃষ্ণের পিসি মায়ারানি সাহাও। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় ED।
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নজরে রয়েছেন জীবনকৃষ্ণের পিসি মায়ারানি সাহাও। ২৫ অগাস্ট প্রায় সাড়ে ছয় ঘণ্টা তাঁর বাড়িতেও তল্লাশি চালায় ED। বৃহস্পতিবার সকালে কলকাতায় CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় তাঁকে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্তও মায়ারানি সাহার জিজ্ঞাসাবাদ চলছিল।
২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মায়ারানি এবং তার স্বামীর অ্যাকাউন্টে ৪ কোটি টাকা ঢুকেছিল।এই টাকা কীভাবে তাদের একাউন্টে ঢুকেছিল? এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিপুল পরিমাণ টাকা জীবনকৃষ্ণ সাহার পক্ষ থেকেই অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, এমনটাই মনে করেছে। একাধিক তথ্য এবং ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আজকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
এদিকে আরও জানা যাচ্ছে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলা টাকা SIP -তে লগ্নি করেছেন জীবনকৃষ্ণ সাহা৷ শ্যালক গোপীনাথ মণ্ডলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে SIP-তে বিনিয়োগ করেছেন জীবনকৃষ্ণ, চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি৷ ইডি সূত্রে দাবি, ২০১৯ সালে শ্যালক গোপীনাথ মণ্ডলের মাধ্যমে এই লগ্নিগুলো করেছিলেন৷ ইডি জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, এক চাকরি প্রার্থী তিন দফায় টাকা দিয়েছিলেন জীবনকে৷
advertisement
advertisement
ওই চাকরিপ্রার্থী জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমে নগদ তিন লক্ষ টাকা নিয়ে তিনি সরাসরি গিয়েছিলেন জীবনের বাড়িতে। জীবনকৃষ্ণ তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে সেই টাকা জমা করতে বলেছিলেন বলে তদন্তে উঠে এসেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 2:51 PM IST