Durga Puja 2023: সল্টলেক এবি ব্লকের পুজোয় নতুন ভাবনা! দুঃস্থ শিল্পীদের উৎসাহিত করার প্রচেষ্টা

Last Updated:

Durga Puja 2023: পুজো ছোট্ট পরিসরের মধ্যেই হচ্ছে। কিন্তু এই পুজোতে হুগলির বলাগড়ের নৌকা শিল্প এবং আরও শিল্পীদের সূক্ষ্ণ শিল্পকর্ম তাৎপর্য পূর্ণবার্তা বহন করছে।

কলকাতা: দর্শকদের ধারণা,লেবুতলা পার্ক থেকে আরম্ভ করে শ্রীভূমি সবকিছুই দূরকে কাছে টেনে এনেছে। যার ফলে মানুষের আগ্রহ বড় পুজো প্যাণ্ডেলগুলোর প্রতি রয়েছে। কিন্তু ছোট্ট প্যাণ্ডেল? তাঁর মধ্যে সূক্ষ্ম সুনিপুণ বার্তাবহ ভাবনা যে ভাবে প্রতিফলিত হচ্ছে, তাতে সত্যি তাক লাগানোর মত বেশ কিছু ঘটনা রয়েছে। সল্টলেকের এবি ব্লকের আবাসিক সংঘের ৪৫তম বর্ষের পুজো এটা। পুজো ছোট্ট পরিসরের মধ্যেই হচ্ছে। কিন্তু এই পুজোতে হুগলির বলাগড়ের নৌকা শিল্প এবং আরও শিল্পীদের সূক্ষ্ণ শিল্পকর্ম তাৎপর্য পূর্ণবার্তা বহন করছে।
এখানে দুর্গার সঙ্গে মা মনসার সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হয়েছে। আর পুজো মণ্ডপ অলংকরণ বলতে পুরাণ থেকে নানা তত্ত্ব,সঙ্গে মনসা মঙ্গলের চাঁদ সদাগরের কাহিনীর চালচিত্র তুলে ধরেছে রং তুলির টানে। পুজো মণ্ডপটি দেখে মনে হবে খালে ভাসমান। কোনও নৌকার উপর ঠাকুরের মণ্ডপ রয়েছে।পুজো মণ্ডপে দু’দিকে ছোট ছোট কার্ডের মতো করে নানা ছবি আঁকা রয়েছে। দেখলেই মনে হবে সোনালি কালির পেন দিয়ে আঁকা।আসলে ওগুলি কার্ডের উপর তামার তার দিয়ে সুনিপুণ শিল্প ভাস্কর্য ফুটিয়ে তুলেছে।এ ছাড়াও মঞ্চে বাঁশ, বেত ব্যবহার করে এক অন্য দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শিবাজী প্রতিম বসু জানান, “এই প্রজন্ম প্রায় ভুলে যেতে বসেছে আমাদের পুরাণের কাহিনী। তাই নতুনের সঙ্গে পুরনোর মেলবন্ধনকেই তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।” দেখা গেল, মণ্ডপে যারা আসছেন। তারা অনেক সময় ধরে প্রত্যেকটি শিল্পকলা খুঁতিয়ে দেখছেন। তবে শিবাজী বাবুর কথায়, এই সমস্ত শিল্পীরা কাজের অভাবে আসতে আসতে দুর্বল হয়ে পড়ছে । তাঁদেরই উ‍ৎসাহিত করার প্রচেষ্টা চালাচ্ছে এবি ব্লক আবাসিক সংঘ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: সল্টলেক এবি ব্লকের পুজোয় নতুন ভাবনা! দুঃস্থ শিল্পীদের উৎসাহিত করার প্রচেষ্টা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement