স্রোতের বিপরীতে চলা জীবনের ছবি, নানা আকারের নৌকায় সাজছে দমদম পার্ক
Last Updated:
#কলকাতা: জীবনভর সুখ-দুঃখের উজান বাওয়া। দাঁতে দাঁত চেপে স্রোতের বিপরীতে ভেসে যাওয়া। এই তো জীবন। কখনও মসৃণ। কখনও পাথর কঠিন। মুখ থুবড়ে পড়ে, ফের মাথা তুলে দাঁড়ানো। দমদম পার্ক সর্বজনীনে এবার সেই উজান ঠেলে এগোনোর গল্প।
এ জীবন আমার নয়
আমি বেঁচে আছি, অন্য কোনও পাখির জীবনে
advertisement
আমি বেঁচে আছি বৃক্ষের জীবনে
পাখি, ফুল,ঘাসের জীবনে
আমি তো জন্মেই মৃত...........
উজানের টানে এগিয়ে চলে জীবন তরী। পাল তুলে ঝড়ঝাপ্টা সামাল দেওয়ার মরিয়া চেষ্টা। বাধা আসে। তাতে থোড়াই কেয়ার। সামনে হাতছানি দেয় জীবন। স্রোতের বিপরীতে চলা জীবনের ছবি এবার দমদমপার্ক সর্বজনীনে।
advertisement
দমদম পার্কের উমা যেন খাঁচায় বন্দি পাখি। নগরায়নের উচ্চাশায় ঠিকানা হারাচ্ছে পাখিরা। জলাশয় ভরাটে টলমলে প্রাকৃতিক ভারসাম্য। কোথায় আজ ফিঙে, দোয়েল, টুনটুনি, বাবুই পাখিরা? বাজ, চিল, শকুন। তারাও তো প্রায় বিরল প্রজাতি। প্রচারে কমতি নেই। কিন্ত সচেতনতা কোথায়? সেই বার্তাই ফের
মণ্ডপ গড়ার কাজ চলছে উত্তর দিনাজপুর ও বারাসতে। দমদমের কর্মশালায় কাঠ, মাটি দিয়ে তৈরি হচ্ছে নানা আকারের নৌকা। পণ্ডিত মল্লার ঘোষের আবহ সঙ্গীতে সাতষট্টি বছরে এভাবেই দমদমপার্ক সর্বজনীনের জীবন তরী বাওয়া ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2018 2:09 PM IST