চলবে সংস্কারের কাজ, ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! রবিবার কখন, কত ঘণ্টা বন্ধ রাখা হবে জানুন
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মূলত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রাখা হবে এই সেতু।
কলকাতা: ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। মূলত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রাখা হবে এই সেতু।
কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময় সেতুর উপরে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে।
হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, ওই সময়ে সেতুর স্টে কেবল এবং হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সংস্কার হওয়ার কথা ছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রতি রবিবার সেতু বন্ধ রাখার ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। যাত্রীদের একাংশের বক্তব্য, রবিবার মানেই যে কাজ নেই এমন ভাবা ভুল তাই প্রতিবার এই সেতু বন্ধ রাখার ফলে অনেকেই বিপাকে পড়েছেন।
ইতিহাস মতে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেতুটির শিলান্যাস করেন। ১৯৭৯ সালে শুরু হয় নির্মাণ, ১৯৯২ সালে হয় উদ্বোধন।
advertisement
জার্মান সংস্থা শ্লায়েশ বার্জারমান পার্টনার সেতুটির নকশা করেছিল। সেই সেতুটিরই কয়েকটি কেবলের অবস্থা খারাপ হওয়ায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 9:10 PM IST










