পর পর মৃত্যু, শোকে পাথর মহিলার মুখে কুলুপ! ছ' মাস পর মুখে কথা ফোটালেন চিকিৎসকরা

Last Updated:

নাম কী, বাড়ি কোথায়, ছেলেমেয়ে ক'জন, কেন কথা বলছিলেন না, একে একে এই সব প্রশ্নেরও সঠিক উত্তর দিতে থাকেন ওই গৃহবধূ।

বিধাননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সাফল্য৷
বিধাননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সাফল্য৷
কলকাতা: বাবা, ভাই, শ্বশুর, শ্বাশুড়ি- একে একে সবাই ছেড়ে চলে গেলেন। শোকে মুখ থেকে শব্দ বেরনো বন্ধ হয়ে গিয়েছিল ভাঙড়ের কৃষ্ণবাটি এলাকার গৃহবধূর। পাড়ার বহু মানুষ এসে চেষ্টা করলেও তা বিফলে। কোনও ভাবে মুখ থেকে একটাও শব্দ বের করেন না তিনি। ১৮ বছরের ছেলে সইদও কথা বলাতে পারল না মাকে।
প্রতিবেশীদের কথায় স্ত্রীকে নিয়ে ওঝারও দ্বারস্থ হয়েছিলেন স্বামী। তুকতাক, পুজো করেও হল না লাভ। সব চেষ্টাই যখন বিফলে তখন মহিলাকে নিয়ে আসা হল বিধাননগরের মহকুমা হাসপাতালে। আর তাতেই মিরাক্কেল। চিকিৎসক দেখাতেই বদলে গেল ওই মহিলার রূপ। করলেন ছেলের খোঁজ।
advertisement
advertisement
বিধাননগর মহকুমা হাসপাতালে সূত্রে খবর, ওই মহিলাকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তাঁর স্বরযন্ত্রে কোনও সমস্যা নেই৷ তখনই নিশ্চিত হয়ে চিকিৎসকরা অনুমান করেন, মানসিক সমস্যা থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে মনস্তত্ত্বে বলে ‘মিউটিজম’। তীব্র শোকে চুপ বা ‘মিউট’ হয়ে যাওয়া। এক্ষেত্রে বেঞ্জোডায়াজিপাইন গোত্রের ওষুধ ভালো কাজ দেয়। আউটডোরেই সেই ওষুধ দিয়ে একটু পরেই তাঁকে আবার আসতে বলেন। তারপর হাসপাতালের মনোবিদ মালবিকা গুহ এই সমস্যায় বিশেষ থেরাপির প্রয়োগ করেন। সেই চিকিৎসার কিছুক্ষণেই কথা বলেন ওই মহিলা। ছেলের খোঁজ করে বলে ওঠেন, ‘সইদ কই?’
advertisement
নাম কী, বাড়ি কোথায়, ছেলেমেয়ে ক’জন, কেন কথা বলছিলেন না, একে একে এই সব প্রশ্নেরও সঠিক উত্তর দিতে থাকেন ওই গৃহবধূ। মাথা নেড়ে সায় দেয় সঙ্গে মা এর কথাতেও। বললেন, ‘পরপর মৃত্যু। ঝড় বইছে পরিবারে।’
সাড়ে ছ’ মাস পর স্ত্রী কথা বলায় ভীষণ তাঁর স্বামী। তিনি বললেন, ‘অভাবের সংসারেও খুশি ছিলাম। বউ কথা বন্ধ করে, মন খারাপ করে থাকায় কষ্ট হত। আবার কথা বলছে। আমার আনন্দ পায় কে!”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পর পর মৃত্যু, শোকে পাথর মহিলার মুখে কুলুপ! ছ' মাস পর মুখে কথা ফোটালেন চিকিৎসকরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement