কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবুন, মমতাকে কটাক্ষ সোমেন মিত্রের

Last Updated:

সোমেন মিত্রের কটাক্ষ, 'বিজেপির সঙ্গে দীর্ঘ দিন ঘর করার পর আজ মনে হল, কংগ্রেস বিজেপি-র পরগাছা! গুজরাতের দাঙ্গার সময়েও তো উনি বিজেপি সরকারে মন্ত্রী ছিলেন৷'

#কলকাতা: একুশের সভায় বাম ও কংগ্রেসকে যখন বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কটাক্ষ, 'বিজেপির সঙ্গে দীর্ঘ দিন ঘর করার পর আজ মনে হল, কংগ্রেস বিজেপি-র পরগাছা! গুজরাতের দাঙ্গার সময়েও তো উনি বিজেপি সরকারে মন্ত্রী ছিলেন৷'
সোমেন মিত্রের কথায়, 'কংগ্রেস জন্মলগ্ন থেকেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই লড়ছে৷ আপনার কাছে বিজেপি-র বিরুদ্ধে লড়াই শিখব না৷ আপনি বলছেন, বিজেপি আমাদের অফিস দখল করছে৷ আপনার দলের জন্মলগ্ন থেকে কংগ্রেসের যে সব অফিস দখল করেছেন, তার একটা তালিকা পাঠাবো৷ সেই অফিসগুলি প্রথমে ফেরত দিয়ে আন্তরিকতা প্রমাণ করুন৷'
মমতাকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতির বক্তব্য, 'বিজেপি লোকসভা থেকে দেশে গণতন্ত্র ভুলিয়ে দিচ্ছে এটা একদম সত্যি৷ কিন্তু বিধানসভায় যখন আলোচনা না-করেই স্বরাষ্ট্রমন্ত্রকের বাজেট গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়, তখন আপনার গণতন্ত্র কোথায় থাকে? তাই কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না৷ আপনি নিজেকে নিয়ে ভাবুন৷'
advertisement
advertisement
আরও ভিডিও: মোবাইলে কল ড্রপ নিয়ে কী বললেন মমতা?  
বাংলা খবর/ খবর/কলকাতা/
কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবুন, মমতাকে কটাক্ষ সোমেন মিত্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement