‘কেন আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি? শুধু ক্ষতিপূরণ দিলেই হবে?’ কচুয়ার ঘটনায় প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

Last Updated:

কচুয়ার লোকনাথধামে জন্মাষ্টমীর দিন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার দায় কার? এই নিয়েই শুরু দড়ি টানাটানি।

#কলকাতা: কচুয়ার লোকনাথ ধামে দুর্ঘটনার দায় কার? এই নিয়েই শুরু দড়ি টানাটানি। দুর্ঘটনাস্থল ব্যক্তিগত মালিকানাধীন। তাই দায় নিতে নারাজ মন্দির কর্তৃপক্ষ। এদিকে তাদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যর্থ প্রশাসন, অভিযোগ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷
কচুয়ার লোকনাথধামে জন্মাষ্টমীর দিন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দর্শনার্থীদের ভিড়ে পাঁচিল ও অস্থায়ী বাঁশের দোকান ভেঙে বিপত্তি। আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চারজনের। আহত কুড়িজনের বেশি। এঁদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। কচুয়া নিয়ে দিলীপবাবুর মন্তব্য আগে থেকেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখার দরকার ছিল তাহলে এত বড় দুর্ঘটনা হতো না আর এত মানুষের প্রাণ যেত না। এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘কেন আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি? শুধু ক্ষতিপূরণ দিলেই হবে? ক্ষতিপূরণ দেওয়ার পরিস্থিতি কেন হল? আগে ব্যবস্থা নিলে এই পরিস্থিতি হত না ৷’
advertisement
এদিন জন্মাষ্টমী উপলক্ষে কামারহাটি সীতারাম মন্দিরে পুজো দিতে আসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগে থেকেই হাজির ছিলেন প্রচুর বিজেপির নেতৃত্ব সহ কর্মী-সমর্থকেরা। প্রথা মেনে সভাপতিকে বরণ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপর মন্দিরে প্রবেশ করেন দিলীপ ঘোষ মন্দিরের পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন করেন পুজো। এরপর সাংবাদিকদের দিলীপবাবু জানালেন, আজকের এই পূর্ণ দিনে সবাইকে শুভেচ্ছা জানাতেই তার আগমন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেন আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি? শুধু ক্ষতিপূরণ দিলেই হবে?’ কচুয়ার ঘটনায় প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement