Dev in Ed Office: বেরোলেন হাসিমুখে, ইডির দফতরে হাজিরা শেষে দেব বললেন, 'আজ রাতেই...'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dev in Ed Office: ইডির কাছে হাজিরা দিয়ে দেব অবশ্য বলেন, ''আমি হাসিমুখে ঢুকেছিলাম, হাসিমুখে বেরোচ্ছি। আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পূর্ণ সহযোগিতা করেছি।''
কলকাতা: আগেই বলেছিলেন, যতবার ডাকবে, ততবার যাব। কথা রেখেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন দেব৷ কথা ছিল বুধবার সকাল ১১ টায় দিল্লির ইডি দফতরে হাজিরা দেবেন অভিনেতা সাংসদ দেব। সেই মতো দিল্লির সদর দফতরে হাজিরা দেন তিনি৷ সেখান থেকে বেরোন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ।
ইডির কাছে হাজিরা দিয়ে দেব অবশ্য বলেন, ”আমি হাসিমুখে ঢুকেছিলাম, হাসিমুখে বেরোচ্ছি। আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পূর্ণ সহযোগিতা করেছি। ভবিষ্যতেও তলব করা হলে সহযোগিতা করব। এর থেকে বেশি এই মুহূর্তে বলতে গেলে ফ্লাইট মিস করব। কারণ আজ রাতেই কলকাতায় ফিরতে হবে।”
advertisement
আরও পড়ুন: বলুন তো, ভারত-বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা? নাম শুনে মাথায় হাত পড়বে আপনার
advertisement
আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং সহযোগিতা করবেন। সেই মতো তিনি হাজির হলেন৷ ইডি দফতরে প্রবেশের আগেও তিনি বলেছিলেন, ‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷’
advertisement
এর আগে গত বছর ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তিনি এর আগে যখন এই ডাক পাওয়ার কথা শোনেন, তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন৷ তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছিলেন৷ এনামুল হকের সঙ্গে সম্পর্কে থাকার অভিযোগ নিয়ে তিনি বললেন, ‘দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না৷’ দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 8:14 PM IST