যোধপুর পার্কে অভিজাত আবাসনে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: যোধপুর পার্কে বৃদ্ধার রহস্যমৃত্যু। বৃহস্পতিবার অভিজাত আবাসনে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বাড়ির ভিতর থেকে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। সাঁড়াশি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধা শ্যামলী ঘোষ। বৃদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে । ঘরের সামগ্রী লুঠ হয়েছে কিনা দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

    First published:

    Tags: Deadbody, Jodhpur Park, Murder