Modi Mamata Meeting on Yaas: কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে মোদি, মমতার সঙ্গে বৈঠকে কত ক্ষতিপূরণ ঘোষণা?

Last Updated:

Cyclone Yaas নিয়ে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)র সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলাইকুণ্ডায় হবে এই বৈঠক।

#কলকাতা: ইয়াসের (Cyclone Yaas) দাপটে একদিকে যেমন বন্যা পরিস্থিতি বাংলায়, ওড়িশার ভদ্রক, বালাসোর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। আর ইয়াসের দাপট শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, শুক্রবার থেকেই রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। শুক্রবার হেলিকপ্টারে তিনি প্রথমে উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জ, তারপর তিনি যাবেন দক্ষিণ চব্বিশ পরগণার সাগরে৷ সবশেষে তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের দিঘায়৷ আকাশপথে ঘূর্ণিঝড় এবং তার জেরে জলস্ফীতি হয়ে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সন্দেশখালি, সাগর এবং দিঘা- তিন জায়গাতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ শনিবার কলকাতায় ফিরবেন তিনি৷ অপরদিকে, শুক্রবারই বাংলা ও ওড়িশা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
জানা গিয়েছে, আকাশপথে ওড়িশার ভদ্রক, বালাসোর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাও। এরপর ভুবনেশ্বরে রিভিউ মিটিং করবেন তিনি। যদিও মমতা এদিন জানিয়েছেন, কলাইকুণ্ডায় নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে বৈঠক করবেন। সেখানে মোদির সঙ্গে তিনি ও মুখ্যসচিব বৈঠক করবেন। এরপর দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।
প্রসঙ্গত, ইয়াস আসার আগেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি ও পশ্চিমবঙ্গকে ৪০০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। যা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গকে কম অর্থ দেওয়া হল, তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছিলেন তিনি। এরপর নবান্নে এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 'রাজ্যের প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। চারিদিক জলে ভেসে গিয়েছে। ফসল, চাষ জমি সব নষ্ট হয়ে গিয়েছে।' এবার ওড়িশা, বাংলা পরিদর্শনের পর মোদি কোন প্যাকেজ বা অর্থ সাহায্য ঘোষণা করেন কিনা, সেটাই এখন দেখার।
advertisement
advertisement
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮ মে শুক্রবার প্রথমে কলকাতা থেকে হেলিকপ্টারে উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জ এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার পাশাপাশি এবং কীভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও ত্রাণ পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে সন্দেশখালির ধামাখালিতে রিভিউ মিটিং করবেন তিনি৷ এর পর দক্ষিণ চব্বিশ পরগণার সাগরে পৌঁছেও প্রশাসনিক বৈঠক করবেন তিনি৷ সেখান থেকে তিনি চলে যাবেন কলাইকুণ্ডায়। সেখানে মোদির সঙ্গে বৈঠক সেরে পৌঁছবেন দিঘায়৷ ২৯ তারিখ দিঘাতেও প্রশাসনিক বৈঠক করবেন মমতা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Modi Mamata Meeting on Yaas: কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে মোদি, মমতার সঙ্গে বৈঠকে কত ক্ষতিপূরণ ঘোষণা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement