#কলকাতা: করোনাত্রস্ত পরিবেশেই এ বার সুপার সাইক্লোনের আতঙ্ক। আসছে ইয়াস (Cyclone Yaas) ৷ স্থলভাগে সাইক্লোনের আছড়ে পড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ৷ মৌসম ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ স্থলভাগের অনেকটাই কাছে চলে এসেছে ইয়াস।
আমফানের (Amphan) থেকে শিক্ষা নিয়ে যথেষ্ঠ প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে ইয়াস মোকাবিলায়৷ তৎপর রয়েছে বিভিন্ন দফতরের কর্মীরা৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭২ ঘণ্টা (72 hours Cyclone Yaas Bengal)রাজ্যে ইয়াসের দাপট থাকবে, ঝড় চলবে বাংলায়, সোমবারই নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ সাধারণ মানুষের প্রতিও তিনি সাবাধানে থাকার পরামর্শ দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ঝড়ের মধ্যে যেন কেউ বাইরে না বেরোন, গাড়ি না চালান এবং জানলা-দরজাও না খোলেন৷ সব রকমভাবে নিজেদের সুরক্ষিত রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একেবার অভিভাবকের মতোই তিনি রাজ্যবাসীকে নির্দেশ দিয়েছেন৷
ইতিমধ্যেই দু’লক্ষ পুলিশ হোম গার্ড,সিভিক ভলেন্টিয়ার, আর্মি, নেভি তৈরি রয়েছে৷ আপফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইয়াস মোকাবিলায় ৭৪ হাজার অফিসার ও কর্মচারীকে সরাসরি কাজের নির্দেশ দেওয়া হয়েছে৷ জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। ঝড়ের আগে, ঝড় চলাকালীন এবং ঝড়ের পরে, কী করবেন ৷ কোনটাই বা করবেন না ৷ দেখে নিন এক নজরে...
ঝড়ের আগে কী করবেন
-গুজব ছড়াবেন না ও আতঙ্কিত হবেন না। মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। বৈদ্যুতিন সংযোগ এড়াতে এসএমএস ব্যবহার করুন। টিভি, রেডিও ও সোশাল মিডিয়া থেকে ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনীয় কাগজপত্র, দামি জিনিস শুকনো জায়গায় রাখুন। আপৎকালীন পরিস্থিতির জন্য অত্যাবশকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল আগে থেকে সংগ্রহ করে রাখুন। আপনার বাড়ি নিরাপদে রাখুন, বাড়ির রক্ষণাবেক্ষণ করুন, কোনও ধারাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। গবাদি পশু বেঁধে রাখবেন না গৃহপালিত পশুর বাঁধন খোলা রাখুন। টর্চ, মোমবাতি সঙ্গে রাখুন। ঝড়ের সময়ে বাড়ির ইলেকট্রিকের মেইন বন্ধ রাখুন ৷ গ্যাস ওভেন চালু রাখবেন না ৷
মৎস্যজীবীদের করণীয়- পর্যাপ্ত ব্যাটারি-সহ রেডিও নিজের কাছে রাখুন। নিরাপদ জায়গার নৌকা বেঁধে রাখুন। গভীর সমুদ্রে যাবেন না।
ঝড় চলাকালীন কী করবেন
- কোনও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র, গ্যাস ব্যবহার করবেন না। বাড়ির জানলা-দরজা বন্ধ রাখুন। বাড়ি বিপজ্জনক হলে ঝড়ের আগে সেখান থেকে বেরিয়ে আসুন। রেডিওতে ঝড়ের তথ্য নিন। ফোটানো জল পান করুন। প্রশাসনের সতর্কবার্তাতেই ভরসা রাখুন।
বাড়ির বাইরে থাকলে কী করবেন
- ভাঙা বাড়িতে আশ্রয় নেবেন না। বৈদ্যুতিন তার, পোলের থেকে দূরে থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় চলে যান।
ঝড়ের পরে রাস্তায় অনেক ছেঁড়া তার, ভাঙা বৈদ্যুতিক খুঁটির থাকতে পারে ৷ সেই কারণে দেখে শুনে রাস্তায় চলবেন ৷ যেকোনও বিপদে পড়লে সাহায্যের জন্য তৈরি বিদ্যুৎ বন্টন সংস্থা। হেল্পলাইন নম্বর ০৩৩২৪৪৮-৮০৫১, ০৩৩২৪৪৮-৮০৫২।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।