বাংলাদেশে গিয়েছে ঝড়, তবু সতর্ক রাজ্য, উপকূলের ক্ষয়ক্ষতি কতটা, নজর সেদিকেই
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মাঝরাতেই বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।
#কলকাতা: শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ছে না সিত্রাং, জানাল আলিপুর আবহাওয়া দফতর । মাঝরাতেই বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। তবে শক্তিশালী নয় বরং সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে বাংলাদেশের উপকূলে। মাঝরাতেই বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝখানে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে মধ্যরাতে ক্ষয়ক্ষতি হতে পারে বলে এখনও আশঙ্কায় রয়েছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা৷
এ দিকে, কলকাতায় ঝড়ের তেমন কোনও প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে । যদিও শহর একেবারে ঝড়ের প্রভাব মুক্ত থাকবে, তেমন কথাও বলা চলে না ৷ সোমবার সকাল থেকেই মুখ ভার ছিল কলকাতা শহর ও পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিও হয় রবিবার রাত থেকেই৷ উল্লেখ্য, সোমবারই কালীপুজো৷ শহর ও রাজ্যের সমস্ত প্রান্তে কোভিড পরবর্তী সময়ে বিপুল আয়োজনে সাজানো হয়েছে মণ্ডপ৷ সেখানেই এই ঝড়ের দাপট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে৷
advertisement
advertisement
সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয় মূলত এই ঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে৷ প্রধানত সন্দেশখালি, ঝড়খালি-র মতো এলাকায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকবে। কিন্তু ফের ঝড়ের গতিবেগ নিয়ে নতুন তথ্য দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রায় ১০০ কিমি বেগে সাধারণ ঝড়ের মতোই বাংলাদেশে আছড়ে পড়বে সিত্রাং, জানাল আলিপুর আবহাওয়া দফতর ।
advertisement
ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ সোমবার ও মঙ্গলবার ঝড়ো হাওয়া যেমন বইতে পারে, তেমনই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোথাও কোথাও৷ কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ সেই কারণেই সতর্ক রয়েছে প্রশাসন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 11:40 PM IST