#কলকাতা:- করোনা নিয়ে রাজ্যের এবং দেশের বহু মানুষ আজও আতঙ্কিত। রাজ্য ও কেন্দ্রের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বারবার বলা হলেও করোনা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। কলকাতায় বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে করোনা ভাইরাস সম্পর্কিত দুদিনের একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এ রাজ্যের পাশাপাশি বিশ্বের সাতটি দেশের পাঁচশোরও বেশি চিকিৎসক । করোনাভাইরাস মোকাবিলায় কী করণীয় সে ব্যাপারে চিকিৎসকদের মধ্যে মত বিনিময় হয় এই সেমিনারে ।
কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা পদ্ধতি কী হবে তা নিয়েও বিস্তারিত আলোকপাত করেন চিকিৎসকেরা। সেখানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানান বিশিষ্ট চিকিৎসকরা। সেমিনারের উদ্যোক্তাদের তরফে চিকিৎসক অতনু ভদ্র জানান, করোনা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি সর্দি-কাশির মতনই একটি ভাইরাস। তাঁর দাবি , করোনা ভাইরাসের থেকে অনেক বেশি মারাত্মক মশা বাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া। আগামী কয়েকদিনের মধ্যেই যখন তীব্র গরম পড়বে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে আমাদের এ রাজ্যে তাপমাত্রা 35 ডিগ্রির বেশি হয় । তখন এই ভাইরাস অকেজো হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । এদিনের সেমিনারে প্রত্যেকেই করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ থাকলেও আতঙ্কের কিছু নেই বলে মত চিকিৎসকদের ।
করোনা ভাইরাসে মাত্র 2 থেকে 3 শতাংশ মানুষের প্রাণহানির তথ্য রয়েছে। তাই এই মুহূর্তে সে রকম কোনো উদ্বেগের খুব একটা কারণ দেখছেন না সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসকরা। তবে প্রত্যেককেই সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক মহল । নেপালের কাঠমান্ডু থেকে আসা একজন চিকিৎসক স্মৃতি ম্যাথিমার কথায় , "কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার সুচিকিৎসা রয়েছে। এমনটা নয় যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেই সেই রোগীর মৃত্যু হবে"।
সংক্রমণ ঠেকাতে কলকাতা বিমানবন্দর সহ গোটা দেশের বিমানবন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যেই হেলথ্ স্ক্রিনিং ক্যাম্প চালু করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের মতো রাজ্যগুলির সীমানাতেও স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু করা হয়েছে। কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র এবং রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে অনেকেই ভর্তি রয়েছেন হাসপাতালে।করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্টেশনেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন।
VENKATESWAR LAHIRI
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।