#কলকাতা: ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বন্ধ অধিকাংশ এটিএম। চরমে গ্রাহক হয়রানি। মাসের প্রথম দিনেই টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হয় অসংখ্য গ্রাহকদের।
বাজেটের দিনেই ব্যাঙ্ক ধর্মঘট। মাস শেষের মত মাস পয়লাতেও অব্যাহত গ্রাহক হয়রানি। শনিবার দ্বিতীয় দিনের ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বন্ধ বেশিরভাগ এটিএম। টাকা তুলতে এসে খালি হাতেই ফিরতে হয় গ্রাহকদের। মাইনে কিংবা পেনশন তোলাও শিকেয় উঠেছে।
বেতন-বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘট। শহরের এদিক ওদিক বিভিন্ন জায়গায় ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ। ব্যাঙ্কের গেটের সামনে পিকেটিং। স্লোগান ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠনগুলির। ভোগান্তির এখানেই শেষ নয়। দাবি না মিটলে, মার্চে ফের তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ মঞ্চ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Strike