হোম /খবর /কলকাতা /
অধিকাংশ এটিএমই বন্ধ, শনিবার ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও দুর্ভোগ অব্যাহত

অধিকাংশ এটিএমই বন্ধ, শনিবার ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও দুর্ভোগ অব্যাহত

Representational Image

Representational Image

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ৷ শনিবার দ্বিতীয় দিনেও চরম ভোগান্তি গ্রাহকদের ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বন্ধ অধিকাংশ এটিএম। চরমে গ্রাহক হয়রানি। মাসের প্রথম দিনেই টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হয় অসংখ্য গ্রাহকদের।

বাজেটের দিনেই ব্যাঙ্ক ধর্মঘট। মাস শেষের মত মাস পয়লাতেও অব্যাহত গ্রাহক হয়রানি। শনিবার দ্বিতীয় দিনের ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বন্ধ বেশিরভাগ এটিএম। টাকা তুলতে এসে খালি হাতেই ফিরতে হয় গ্রাহকদের। মাইনে কিংবা পেনশন তোলাও শিকেয় উঠেছে।

বেতন-বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘট। শহরের এদিক ওদিক বিভিন্ন জায়গায় ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ। ব্যাঙ্কের গেটের সামনে পিকেটিং। স্লোগান ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠনগুলির। ভোগান্তির এখানেই শেষ নয়। দাবি না মিটলে, মার্চে ফের তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ মঞ্চ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bank Strike