#কলকাতা: মুখ্যসচিবের কাছে জমা পড়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে পোস্তা উড়ালপুল সম্পূর্ণ ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। কিন্তু বিপুল টাকা খরচ করে তৈরি উড়ালপুল ভেঙে ফেলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ব্রিজের স্প্যান ছোট করে একমুখী যান চলাচলের জন্য উড়ালপুল তৈরি করা যেতে পারে। মত বিশেষজ্ঞদের।
দু বছর আগের মার্চের ৩১ তারিখ। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পোস্তা উড়ালপুল। প্রাণ হারিয়েছিলেন অনেকেই। তারপর থেকেই দুঃসহ স্মৃতি নিয়ে দাঁড়িয়ে অসম্পূর্ণ উড়ালপুলটি। রাজ্য সরকারকে দেওয়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে পোস্তা উড়ালপুল পুরোপুরি ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে,
- নিম্নমানের নির্মাণ সামগ্রী ও সেতুর নকশায় ত্রুটি ছিল- দুর্বল সেতু একেবারেই গাড়ি চলাচলের উপযুক্ত নয়
বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্ট মুখ্যসচিবের কাছে জমা পড়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, জনবহুল এলাকার এই উড়ালপুল ভাঙা সমস্যাবহুল।
- এতবড় নির্মাণ ভেঙে ফেলার মত প্রযুক্তি সহজে পাওয়া যাবে না- গোটা উড়ালপুলই যে নড়বড়ে তা নয়- দুর্ঘটনার পর দু'বছর কাটতে চললেও আর কোনও ঘটনা ঘটেনি
নকশায় পরিবর্তন করে উড়ালপুলটি একমুখী করা যেতে পারে।
- উড়ালপুলটির অংশ আশপাশের বাড়িগুলির একদম লাগোয়া - বাসিন্দাদের ক্ষেত্রে কিছুটা আতঙ্কেরও কারণ - উড়ালপুলের ক্যান্টিলিভার বা টি আকৃতির স্তম্ভ ট্রিম বা কেটে ফেলা যেতে পারে- ছোট করা যেতে পারে উড়ালপুলটির চওড়া অংশ
বিশেষজ্ঞ সংস্থার রিপোর্ট নিয়ে আগামী সপ্তাহে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব। রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। এরপর পোস্তা উড়ালপুলের ভবিষ্যত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে আরও একবার এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।