সমস্যা সমাধানের ইঙ্গিত, মেডিকেল কলেজের নতুন হোস্টেলেই ঠাঁই হবে পুরনো ছাত্রদের

Last Updated:

অবশেষে মিলল রফাসূত্র ৷ ১২ দিন অনশনের পর সুর নরম করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ নতুন হোস্টেলের তিনটি ফ্লোরে পুরনো ছাত্রদের থাকার আশ্বাস দিল কর্তৃপক্ষ ৷

#কলকাতা: অবশেষে মিলল রফাসূত্র ৷ ১২ দিন অনশনের পর সুর নরম করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ নতুন হোস্টেলের তিনটি ফ্লোরে পুরনো ছাত্রদের থাকার আশ্বাস দিল কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, কাউন্সিলিংয়ের মাধ্যমে জায়গা দেওয়া হবে ছাত্রদের ৷ তবে, প্রয়োজন রয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার অনুমতি ৷ তারপরেই শুরু হবে কাউন্সিলিং ৷ তবে, স্বাস্থ্যশিক্ষা বিভাগের অনুমতি না আসা অবধি অনশন চালিয়ে যাবেন ছাত্ররা ৷
মেডিক্যাল কলেজে অনশন অব্যাহত ৷ ১২ দিনে পড়ল পড়ুয়াদের অনশন ৷ হোস্টেলের দাবিতে অনশন অব্যাহত ৷ এর আগেও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক হয় ৷ বৈঠক হয় আন্দোলনকারীদের সঙ্গেও ৷ তবে, বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র ৷ কলেজ কাউন্সিলের সদস্যরা হোস্টেল দেখেন ৷ সূত্রের খবর, বহু ঘরেই রয়েছেন বহিরাগত ও কর্মীরা ৷ বেশকিছু ঘর আবার তালাবন্দ অবস্থাতেও রয়েছে ৷ বেশ কিছু ঘর থাকার অযোগ্য ৷
advertisement
প্রসঙ্গত, সমস্যা সমাধানে আশাবাদী দু’পক্ষই ৷ নতুন হোস্টেলে পুরোনো ছাত্রদের থাকার ব্যবস্থা করে দেওয়া হলেও অনশন থেকে সরতে নারাজ ছাত্রদের ৷ তাদের দাবি, স্বাস্থ্যশিক্ষা বিভাগের অনুমতি না আসা অবধি অনশন চালিয়ে যাবে তারা ৷ কিন্তু অনশন প্রত্যাহারের জন্য বারবার অনশনরত ছাত্রদের কাছে আবেদন জানাচ্ছেন অধ্যক্ষ ৷ যদিও অধ্যক্ষের অনুরোধে ২ জন অনশনরত ছাত্র চিকিত্সা নিতে সম্মত হন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সমস্যা সমাধানের ইঙ্গিত, মেডিকেল কলেজের নতুন হোস্টেলেই ঠাঁই হবে পুরনো ছাত্রদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement