সমস্যা সমাধানের ইঙ্গিত, মেডিকেল কলেজের নতুন হোস্টেলেই ঠাঁই হবে পুরনো ছাত্রদের

Last Updated:

অবশেষে মিলল রফাসূত্র ৷ ১২ দিন অনশনের পর সুর নরম করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ নতুন হোস্টেলের তিনটি ফ্লোরে পুরনো ছাত্রদের থাকার আশ্বাস দিল কর্তৃপক্ষ ৷

#কলকাতা: অবশেষে মিলল রফাসূত্র ৷ ১২ দিন অনশনের পর সুর নরম করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ নতুন হোস্টেলের তিনটি ফ্লোরে পুরনো ছাত্রদের থাকার আশ্বাস দিল কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, কাউন্সিলিংয়ের মাধ্যমে জায়গা দেওয়া হবে ছাত্রদের ৷ তবে, প্রয়োজন রয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার অনুমতি ৷ তারপরেই শুরু হবে কাউন্সিলিং ৷ তবে, স্বাস্থ্যশিক্ষা বিভাগের অনুমতি না আসা অবধি অনশন চালিয়ে যাবেন ছাত্ররা ৷
মেডিক্যাল কলেজে অনশন অব্যাহত ৷ ১২ দিনে পড়ল পড়ুয়াদের অনশন ৷ হোস্টেলের দাবিতে অনশন অব্যাহত ৷ এর আগেও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক হয় ৷ বৈঠক হয় আন্দোলনকারীদের সঙ্গেও ৷ তবে, বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র ৷ কলেজ কাউন্সিলের সদস্যরা হোস্টেল দেখেন ৷ সূত্রের খবর, বহু ঘরেই রয়েছেন বহিরাগত ও কর্মীরা ৷ বেশকিছু ঘর আবার তালাবন্দ অবস্থাতেও রয়েছে ৷ বেশ কিছু ঘর থাকার অযোগ্য ৷
advertisement
প্রসঙ্গত, সমস্যা সমাধানে আশাবাদী দু’পক্ষই ৷ নতুন হোস্টেলে পুরোনো ছাত্রদের থাকার ব্যবস্থা করে দেওয়া হলেও অনশন থেকে সরতে নারাজ ছাত্রদের ৷ তাদের দাবি, স্বাস্থ্যশিক্ষা বিভাগের অনুমতি না আসা অবধি অনশন চালিয়ে যাবে তারা ৷ কিন্তু অনশন প্রত্যাহারের জন্য বারবার অনশনরত ছাত্রদের কাছে আবেদন জানাচ্ছেন অধ্যক্ষ ৷ যদিও অধ্যক্ষের অনুরোধে ২ জন অনশনরত ছাত্র চিকিত্সা নিতে সম্মত হন।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সমস্যা সমাধানের ইঙ্গিত, মেডিকেল কলেজের নতুন হোস্টেলেই ঠাঁই হবে পুরনো ছাত্রদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement