কন্যাশ্রী দিবসে রাজ্যের মেয়েদের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
Last Updated:
২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকারও বেশি। যাতে ক্ষমতায়ন হয়েছে ৬০ লক্ষেরও বেশি মেয়ের।
#কলকাতা: কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মতন এবার জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ হবে। কন্যাশ্রী দিবসে নজরুল মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইসঙ্গে জেলায় জেলায় কন্যাশ্রী ক্লাব ও কন্যাশ্রী সংগঠন গড়ার ডাক মুখ্যমন্ত্রীর।
এদিন নজরুল মঞ্চে বিভিন্ন জেলার কন্যাশ্রী মেয়েরা হাজির ছিল। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকারও বেশি। যাতে ক্ষমতায়ন হয়েছে ৬০ লক্ষেরও বেশি মেয়ের। নজরুল মঞ্চের অনুষ্ঠানে জেলার কৃতি মেয়েদের সংবর্ধনা জানানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2019 8:41 PM IST