মেলেনি পুলিশের অনুমতি, কথা দিয়েও আজ শুরু হবে না চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Chingrighata Metro Work: কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হল, তাদের কাজের অনুমতি পুলিশের তরফে পুনরায় নাকচ করে দেওয়া হয়েছে। তাই তারা শুক্রবার রাতের কাজ করতে পারবে না।
আবীর ঘোষাল, কলকাতা: চিংড়িহাটায় মেট্রোরেলের কাজের বাধা কাটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে বৈঠক করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ গত ৯ সেপ্টেম্বর মেট্রোরেল ভবনে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ কলকাতা পুলিশ, আরভিএনএল, মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমডিএ-কে সমস্যার সমাধান করতে ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে অংশগ্রহণ করতে হবে ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনার পরে কী ভাবে চিংড়িঘাটা ভায়াডাক্টের কাজ শুরু করা যাবে, সে বিষয়ে একমত হয়েছিল দু’পক্ষ।
আলোচনায় স্থির হয়েছিল, ইএম বাইপাস লাগোয়া ওই এলাকায় ১৩ সেপ্টেম্বর একটি মহড়া দেওয়া হবে। তার পরে ১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর— দু’ধাপে এই ছ’দিনে তৈরি হবে ভায়াডাক্ট তৈরির কাজ। বাস্তবে দেখা গেল প্রথম দফার কাজ আটকে গেল। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হল, তাদের কাজের অনুমতি পুলিশের তরফে পুনরায় নাকচ করে দেওয়া হয়েছে। তাই তারা শুক্রবার রাতের কাজ করতে পারবে না।
advertisement
advertisement
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া–বিমানবন্দর) নির্মাণকাজ ফেব্রুয়ারি থেকে থমকে রয়েছে চিংড়িহাটায়। অরেঞ্জ লাইনের ওই অংশে ৩৬৬ মিটার দীর্ঘ ভায়াডাক্ট তৈরি করা যায়নি কলকাতা মেট্রো এবং রাজ্য সরকার দু’পক্ষই নিজের নিজের অবস্থানে অনড় থাকার জন্য।
advertisement
তার জন্যই চিংড়িহাটা স্টেশনটি (গৌরকিশোর ঘোষ) তৈরির কাজও শেষ করা যায়নি বলে অভিযোগ উঠেছে। নির্মাতা সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) প্রতিনিধিদের সঙ্গে বার বার মতের অমিল হয়েছে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের অন্য বিভিন্ন দফতরের। সরকারি উদ্যোগে তৈরি গণ পরিবহণ প্রকল্পর কাজ আটকে থাকার অর্থ নাগরিকদেরই ক্ষতি— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
advertisement
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এসএস কন্নান জানান, কাজ নিয়ে কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) মেলেনি। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই মিলবে সেই ছাড়পত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 10:45 AM IST

