Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে জট, রাজ্যের অসহযোগিতায় ক্ষুব্ধ রেলমন্ত্রী; হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ আরভিএনএলের
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Chingrighata Metro: চিংড়িঘাটা নিয়ে উষ্মাপ্রকাশ রেলমন্ত্রীর। সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রশ্নের জবাবে ফের মেট্রো প্রকল্পে জমির অসুবিধার কথা তুলে ধরেন রেল মন্ত্রী৷ রাজ্যের একাধিক থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়েও কড়া জবাব দিয়েছেন রেলমন্ত্রী।
কলকাতাঃ চিংড়িঘাটা নিয়ে উষ্মাপ্রকাশ রেলমন্ত্রীর। সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রশ্নের জবাবে ফের মেট্রো প্রকল্পে জমির অসুবিধার কথা তুলে ধরেন রেল মন্ত্রী৷ রাজ্যের একাধিক থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়েও কড়া জবাব দিয়েছেন রেলমন্ত্রী। ইতিমধ্যে অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট) নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে। বেলেঘাটা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২.২ কিমি অংশে পরিষেবা শুরু করার তোড়জোড় চলছে। কিন্তু চিংড়িঘাটায় ছোট্ট কাজের জন্য ১০ মাস ধরে তৃণমূল কংগ্রেস সরকারের অনুমোদন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী।
আরও পড়ুনঃ SSC শিক্ষক নিয়োগে গতি, উচ্চমাধ্যমিকে চার বিষয়ে ইন্টারভিউ শুরু! নবম-দশমের লিস্ট সপ্তাহের শেষে
‘জমিজটের জন্য ফেঁসে নোয়াপাড়া-বারাসত মেট্রোও’ উল্লেখ করেছেন তিনি৷ তিনি জানান, একইরকমভাবে জমিজট এবং জবরদখলের কারণে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিমি মেট্রো লাইনে ৬.৭৭ কিমি অংশে (নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট) পরিষেবা চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ চলছে। কিন্তু জমি জটের কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিমি পর্যন্ত কাজ থমকে আছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন রেলমন্ত্রী।
advertisement
advertisement
থমকে চিংড়িঘাটা মেট্রোর কাজ, অসহযোগিতা করছে রাজ্য! হাই কোর্টের হস্তক্ষেপ চায় নির্মাণকারী সংস্থা, আদালতের দৃষ্টি আকর্ষণ আবেদনকারীদের বক্তব্য, আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও সংশ্লিষ্ট রাস্তা বন্ধের অনুমতি দেয়নি প্রশাসন। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে। আর তার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 10:20 AM IST

