#কলকাতা: দক্ষিণ কলকাতার একটি নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণ কলকাতার হেস্টিংসে একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রেক্ষাগৃহ উদ্বোধনের সময়ে তিনি জানিয়েছেন কলকাতায় আরও উড়ালপুলের নির্মাণ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
টালিগঞ্জ, যাদবপুর, শ্যামবাজার, ঢাকুরিয়া, কাশীপুরেও নতুন উড়ালপুল নির্মিত হবে ৷ এছাড়া একাধিক উন্নয়নের কর্মযজ্ঞের কথাও ছিল মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন কলকাতার পরিকাঠামো উন্নয়নের ১৮ হাজার কোটি টাকার খরচের কথাও জানিয়েছেন ৷ এছাড়াও বাজেটে বরাদ্দ হয়েছে অতিরিক্ত ২৫ হাজার কোটি টাকা ৷
ইতিমধ্যেই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের কাজ শেষ হয়েছে দক্ষিণেশ্বরের মত কালীঘাটেও স্কাইওয়াকের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ'দিন মুখ্যমন্ত্রীকে বেশ প্রসন্নই লেগেছে ৷ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন স্বয়ং তিনিই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chief minister, Mamata Banerjee, Multiplex, West bengal, উন্নয়নের নিরন্তর দিশা, পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ, মমতা বন্দ্যোপাধ্যায়