KMC TMC-BJP Chaos: কলকাতা পুরসভায় তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের তুমুল মারামারি, অশান্তি থামাতে আসরে ফিরহাদ

Last Updated:

KMC TMC-BJP Chaos: কলকাতা পুরসভায় তুমুল অশান্তি। তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের মারামারি। অশান্তি থামাতে আসরে নামলেন ফিরহাদ হাকিম। 

কলকাতাঃ কলকাতা পুরসভায় তুমুল অশান্তি। তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি-মারামারি। অশান্তি থামাতে আসরে নামতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। আজ শনিবার পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা।
তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপি বলছে, তৃণমূলের কাউন্সিলররাই মারধর করেছেন তাঁদের। এই ঘটনা নিয়ে বিজেপি আজ বিক্ষোভ দেখায়। এরপর পুরসভার ভিতরেই সাংবাদিক বৈঠক করে বিজেপি।
আরও পড়ুনঃ ঘূর্ণাবর্ত-নিম্নচাপের সাঁড়াশি আক্রমণ! বিশ্বকর্মা পুজোয় তুমুল ঝড়বৃষ্টির তাণ্ডব, তোলপাড় হবে বাংলা
কলকাতা পুরসভার চেয়ারপার্সেন মালা রায়ের অভিযোগ, ‘পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। এটা বলতে বলতেই ধাক্কাধাক্কি শুরু করেন বিজেপির নেতারা।’
advertisement
advertisement
খাস কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বিজেপি নেতার বাড়ির একাংশ বলে অভিযোগ। এ দিন পুরসভার অধিবেশন শেষে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই বিষয়টি তোলেন। তার উত্তরে মালা রায় জানান, অধিবেশনে এই নিয়ে আলোচনা করা যায় না। প্রয়োজনে মেয়রের সঙ্গে কথা বলতে পারেন। মেয়র কথা বলতে রাজিও ছিলেন।
advertisement
কিন্তু তার আগেই দু-পক্ষের মধ্যে বাক্য বিনিময় চলতে চলতে ক্রমশ তা হাতাহাতির পর্যায়ে গড়ায়। ঝামেলা থামাতে এগিয়ে আসেন মেয়র ফিরহাদ হাকিম। অধিবেশন বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট। মেয়রের হস্তক্ষেপে ফের শুরু হয় অধিবেশন। বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, তাদের ওপর হামলা এবং মারধর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কাউন্সিলররা। মারধরের কথা অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলররা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC TMC-BJP Chaos: কলকাতা পুরসভায় তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের তুমুল মারামারি, অশান্তি থামাতে আসরে ফিরহাদ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement