গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা
Last Updated:
#কলকাতা: গর্ভপাত চেয়ে হাইকোর্টে অন্তঃসত্ত্বা ৷ ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ ৷ ২০ সপ্তাহের বেশি সময়ের ভ্রূণ ৷ তাই গর্ভপাত করার বিষয় সমস্যা রয়েছে ৷ গর্ভপাত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট ৷ শুক্রবার ফের এই মামলার শুনানি ৷
চিকিৎসকরা জানিয়েছেন, ভ্রূণের গঠন স্বাভাবিক নয়। জন্মের পরই শিশুটির মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ক্ষতির আশঙ্কা রয়েছে অন্তঃসত্ত্বারও। তাই গর্ভপাত করাতে চান ওই মহিলা। এদিকে, আইন অনুযায়ী ভ্রূণের বয়স ২০ সপ্তাহ পেরিয়ে গেলে আদালতের নির্দেশ ছাড়া গর্ভপাত করা যায় না। তাই গর্ভপাতের অনুমতি চেয়ে শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ অন্তঃসত্ত্বা।
চিকিৎসকরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন, ভ্রূণের মস্তিষ্ক যতটা পুষ্ট হওয়া প্রয়োজন, ততটা হয়নি। সেই সঙ্গে রয়েছে ফুসফুসের সমস্যাও। এই অবস্থায় জন্ম দেওয়া হলেও শিশুটির মৃত্যুর সম্ভাবনাই বেশি। পাশাপাশি মায়েরও জীবনহানির আশঙ্কাও রয়েছে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব গর্ভপাত করা এখন প্রয়োজন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2019 9:49 PM IST