রবিবার থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল, বিকল্প রুট নিয়ে জারি করা হবে বিজ্ঞপ্তি

Last Updated:

এদিন ফিরহাদ হাকিম জানান, আপাতত টালা ব্রিজে ছোট গাড়ি চলবে ৷ চলবে না ভারী গাড়ি ৷ ঘুরপথে ভারী গাড়ির যাতায়াত করবে ৷ আগামিকাল রুট নিয়ে বিস্তারিত জানানো হবে ৷

#কলকাতা: স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে রোগ। দুর্ঘটনা এড়াতে টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত প্রশাসনের। যানজট এড়াতে বিকল্প পথে বাস, বড় গাড়ির চালানোর রুট তৈরি করা হয়েছে। টালা ব্রিজের ভবিষ্যৎ ঠিক করতে শুক্রবার রিপোর্ট খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকের পর ভারী গাড়ি যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম জানান, আপাতত টালা ব্রিজে ছোট গাড়ি চলবে ৷ চলবে না ভারী গাড়ি ৷ ঘুরপথে ভারী গাড়ির যাতায়াত করবে ৷ আগামিকাল রুট নিয়ে বিস্তারিত জানানো হবে ৷
রবিবার সকাল থেকে টালা ব্রিজে বন্ধ বাস ৷ বাসের বিকল্প পথ সংবাদমাধ্যমে জানানো হবে ৷ পুজোর পর টালা ব্রিজের আরও পরীক্ষা হবে ৷ পরীক্ষার পর ব্রিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিদিন প্রায় ৬০০ বাস চলে টালা ব্রিজে ৷ টালা ব্রিজে ৩ টনের বেশি গাড়ি নিষিদ্ধ ৷ যাত্রীদের স্বার্থে রেলের সঙ্গে কথা হয়েছে ৷ ট্রেন বাড়ানোর আবেদন জানানো হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল, বিকল্প রুট নিয়ে জারি করা হবে বিজ্ঞপ্তি
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement