কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? জানিয়ে গেলেন সিপিআইএম নেতা রবিন দেব

Last Updated:

Budhhadeb Bhattacharya health update: এখন কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য! জানিয়ে গেলেন সিপিএম নেতা রবিন দেব।

কলকাতা: ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি৷ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি তিনি।  ৫১৬ নম্বর কেবিনে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
শরীরে প্রবল অক্সিজেনের ঘাটতি ছিল তাঁর। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য মেডিক্যাল টিম গঠন হয়েছে। পালমনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন সেই টিমে।
আরও পড়়ুন- নিচুতলায় প্রতিরোধ, আশার আলো সিপিএমে! কর্মীদের বাড়ি যাবেন নেতারা
শ্বাসকষ্টের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রস্রাবের সমস্যা রয়েছে। তবে এখন আগের থেকে তিনি কিছুটা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিআইএম নেতা রবীন দেব। তিনিই বেরিয়ে এসে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল।
advertisement
advertisement
রক্তে অক্সিজেনের মাত্রা শতকরা ৮২-তে নেমে এসেছিল। ফলে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
আরও পড়ুন- পদ হারালেন দিলীপ! ‘দুঃখ’ ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা। তবে তিনি কখন যাবেন, তা এখনও জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? জানিয়ে গেলেন সিপিআইএম নেতা রবিন দেব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement