কমছে ফুসফুসের সংক্রমণ, বুদ্ধদেবের শারীরিক অবস্থার উন্নতি
Last Updated:
অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসকের কথা অনুযায়ী, আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি ৷
#কলকাতা: অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসকের কথা অনুযায়ী, আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি ৷ নিউমোনিয়ার উন্নতি হয়েছে ৷ এক্সরে হয়েছে ৷ এক্সরে রিপোর্ট অনুযায়ী, কমছে ফুসফুসের সংক্রমও ৷ খেয়েছেন আইসক্রিম, চা ৷ তবে অক্সিজেন চলছে তাঁর ৷
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ বাইপ্যাপ ব্যবহারে শ্বাসকষ্ট খানিক কমেছে৷ শ্বাসকষ্টজনিত সমস্যার উন্নতি হয়েছে৷ শরীরে বেড়েছে হিমোগ্লোবিনের মাত্রাও৷ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত৷ ফুসফুসের ডানদিকে সংক্রমণ৷
প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য৷ চিকিত্সকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বাড়ানোর চেষ্টা চলছে৷ শনিবার রাত পর্যন্ত তাঁকে ৩ ইউনিট রক্ত দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আজ ফের বুদ্ধদেবের রক্ত পরীক্ষা করা হবে৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, রক্ত দেওয়া হবে কি না৷ এখনও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে৷ তাঁর চিকিত্সার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷
২০০০ থেকে ২০১১ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে সিপিআই(এম) এর পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সচিবালয় থেকে অসুস্থতার জন্য পদত্যাগ করেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল গত ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2019 1:13 PM IST

