Buddhadeb Bhattacharjee Death: ‘হে বন্ধু, হে প্রিয়...’! ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল‘ ধরা গলায় বারবার বললেন বিমান বসু

Last Updated:

Buddhadeb Bhattacharjee Death: শোকস্তদ্ধ বিমান বসু বলেন, ‘খবর পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না৷ বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল৷  তাই আসতে এত দেরি হল৷ ৯.৩০টায় খবর পেয়েছি, তার পর অনেকক্ষণ বসেছিলাম।’

‘হে বন্ধু, হে প্রিয়...’!
‘হে বন্ধু, হে প্রিয়...’!
কলকাতাঃ শেষ নিশ্বাস ত‍্যাগ করলেন রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ তিনি প্রয়াত হন।
পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বামফ্রন্টের রাজ‍্য সম্পাদক এবং বুদ্ধবাবুর যুদ্ধের আর এক কাণ্ডারী বিমান বসু। শোকস্তদ্ধ বিমান বসু বলেন, ‘খবর পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না৷ বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল৷  তাই আসতে এত দেরি হল৷ ৯.৩০টায় খবর পেয়েছি, তার পর অনেকক্ষণ বসেছিলাম।’ ধরা গলায় তিনি বলেন, ‘ দীর্ঘদিন পার্টির কাজ করেছেন, মানুষের স্বার্থে কাজ করেছেন।’
advertisement
আরও পড়ুনঃ দেহদান করাই ছিল, বুদ্ধবাবুর শেষ যাত্রা শুক্রবার! তার আগে দিনভর দেহ শায়িত থাকবে আলিমুদ্দিনে
বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে। বামফ্রন্টের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। আজ দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। কালকে সকাল ১০.৩০ থেকে আলিমুদ্দিন স্ট্রিট থাকবে তাঁর মরদেহ। বিকেলে ৪.০০ শেষযাত্রা শুরু হবে। চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন তিনি। তবে, কোথায় দেহ দান করা হবে এখনও ঠিক হয়নি। কোথায় দেহ দান করা হবে তা ঠিক করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee Death: ‘হে বন্ধু, হে প্রিয়...’! ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল‘ ধরা গলায় বারবার বললেন বিমান বসু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement