নরেন্দ্রপুরে আতসবাজির প্রদর্শনীতে বিস্ফোরণ ! জখম ২০,কাঠগড়ায় ক্লাব কর্তৃপক্ষ
Last Updated:
#কলকাতা:নরেন্দ্রপুরে বিস্ফোরণ। স্থানীয় ক্লাবের উদ্যোগে মাঠের মধ্যে চলছিল আতসবাজির প্রদর্শনী। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। আহত হন কুড়ি জনের কাছাকাছি। স্থানীয়দের কাঠগড়ায় ক্লাব কর্তৃপক্ষ।
ভর সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে হঠাৎ বিস্ফোরণ! রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আতসবাজির প্রদর্শনী চলাকালীনই ঘটে বিপত্তি।
এ দিন কন্দর্পপুরের আজাদ সংঘের মাঠে চলছিল উদয়ন সঙ্ঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই হচ্ছিল আতসবাজির প্রদর্শনী। মাঠে তখন ভিড়ে ভিড়। তারই মাঝে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকে পানা পুকুরে গিয়ে ঝাঁপ দেন।
advertisement
advertisement
নরেন্দ্রপুর পুলিশের দাবি, আতসবাজির প্রদর্শনীর জন্য তাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়দেরও অনেকে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্লাবের লোক আসেনি, কাউন্সিলরও পালিয়েছেন।
বিস্ফোরণে আহত হন কমপক্ষে ২০ জন। ১০ জনকে হাসপাতালে ভরতি করা হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, রবিবারই পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানাতেও বিস্ফোরণ ঘটে। মালখানা পরিষ্কার করার সময়, বাজেয়াপ্ত করে রাখা বাজি ফেটে বিপত্তি। দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভরতি করতে হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2019 9:31 AM IST