BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ! বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ দাবি বিজেপির
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ।
কলকাতাঃ মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ। দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথে নামে বিধান নগর বিজেপি।
লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী আটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে।কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান, ‘সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
advertisement
advertisement
তাঁরা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 1:43 PM IST