BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ! বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ দাবি বিজেপির

Last Updated:

BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ।

News18
News18
কলকাতাঃ মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ। দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথে নামে বিধান নগর বিজেপি।
লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী আটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে।কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান, ‘সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
advertisement
advertisement
তাঁরা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ! বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ দাবি বিজেপির
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement