#কলকাতা: টেট পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ৷ প্রতারণার ঘটনায় শনিবার সকাল ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এদিনে তাকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করে বিধাননগর নর্থ থানার পুলিশ ৷
পড়ুন:---
অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জয়প্রকাশ ৷ টেটের ফলপ্রকাশ নিয়ে তিনি মামলা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বলেছিলেন সুপ্রিম কোর্টে তিনি রাজ্যের বিরুদ্ধে মামলা করবেন ৷ এর জন্য প্রথমে তাকে ৪ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা দেন বেশ কিছুজন পরীক্ষার্থী ৷ কিন্তু সময় কেটে যায় জয়প্রকাশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি ৷ এমনকি যাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন টেটের ফল প্রকাশ হলে তাদের মধ্যে কেউই TET উত্তীর্ণ হতে পারেনি। এরপরই থানায় অভিযোগ জানায় তাদের মধ্যে বেশ কয়েকজন ৷
অন্যদিকে, এদিনই টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উত্তীর্ণ করার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের কাছ থেকে ৷ ইতিমধ্যেই টেটে উত্তীর্ণ করিয়ে দেওয়া আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন ধৃত ব্যক্তি ৷ ধৃত ব্যক্তি ওড়িশার খুরদার বাসিন্দা সমরজিৎ রাউত ৷ প্রথমে এই ওয়েবসাইটিটি নজরে আসে স্কুল শিক্ষা সচিবের ৷ এরপর তিনি বিধাননগর সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন ৷ তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে সমরজিৎকে ৷ আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ তার সঙ্গে আর কেউ এই চক্রে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, BJP Leader, BJP leader Jayprakash, Bribe, ETV News Bangla, Fraud, Teachers Recruitment, TET, TET Candidates