চাকরির প্রতিশ্রুতি দিয়ে টেট পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Last Updated:

টেট পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ৷ প্রতারণার মামলায় শনিবার সকাল ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

#কলকাতা: টেট পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা  BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ৷ প্রতারণার ঘটনায় শনিবার সকাল ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এদিনে তাকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করে বিধাননগর নর্থ থানার পুলিশ ৷
পড়ুন:---
advertisement
অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জয়প্রকাশ ৷ টেটের ফলপ্রকাশ নিয়ে তিনি মামলা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বলেছিলেন সুপ্রিম কোর্টে তিনি রাজ্যের বিরুদ্ধে মামলা করবেন ৷ এর জন্য প্রথমে তাকে ৪ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা দেন বেশ কিছুজন পরীক্ষার্থী ৷ কিন্তু সময় কেটে যায় জয়প্রকাশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি ৷ এমনকি যাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন টেটের ফল প্রকাশ হলে তাদের মধ্যে কেউই TET উত্তীর্ণ হতে পারেনি। এরপরই থানায় অভিযোগ জানায় তাদের মধ্যে বেশ কয়েকজন ৷
advertisement
অন্যদিকে, এদিনই  টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উত্তীর্ণ করার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের কাছ থেকে ৷ ইতিমধ্যেই টেটে উত্তীর্ণ করিয়ে দেওয়া আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন ধৃত ব্যক্তি ৷ ধৃত ব্যক্তি  ওড়িশার খুরদার বাসিন্দা সমরজিৎ রাউত ৷ প্রথমে এই ওয়েবসাইটিটি নজরে আসে স্কুল শিক্ষা সচিবের ৷ এরপর তিনি বিধাননগর সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন ৷ তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে সমরজিৎকে ৷ আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ তার সঙ্গে আর কেউ এই চক্রে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাকরির প্রতিশ্রুতি দিয়ে টেট পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement