বয়াল কাণ্ডে কমিশনের দ্বারস্থ ক্ষুব্ধ বিজেপি, অভিযোগ মমতার দু'ঘণ্টার অবস্থান নিয়েই

Last Updated:

শুক্রবার প্রার্থী দীপক হালদারের আহত হওয়ার ঘটনা নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বিজেপি নেতারা।

#কলকাতা: তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা কমিশন থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই কমিশনে অফিসে এল বিজেপির প্রতিনিধিদল। বিজেপির অভিযোগের মূলে গতকালের বয়াল কাণ্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। বিজেপি শিবিরের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে, অবাধ নির্বাচন পরিচালনায় বাধা দিচ্ছে। পাশাপাশি শুক্রবার প্রার্থী দীপক হালদারের আহত হওয়ার ঘটনা নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বিজেপি নেতারা। উল্লেখ্য এই একই মর্মে কমিশনের দিল্লির অফিসেও আজ যাচ্ছেন  বিজেপির কেন্দ্রীয় কর্মকর্তারা।
এ দিন কমিশনে অভিযোগ জানাতে এসেছিলেন বিজেপির প্রতিনিধি শিশির বাজোরিয়া এবং তথাগত রায়। শিশির বাজোরিয়া বলেন, আমরা অতীতে কখনও দেখিনি প্রার্থী একটি বুথে গিয়ে দুঘণ্টা বসে রয়েছে। এতে নন্দীগ্রামের ভোটদান প্রক্রিয়া শ্লথ হয়ে গিয়েছে। প্রার্থী নিশ্চয়ই ভোটকেন্দ্রে যেতে পারেন, কিন্তু আইনভঙ্গের পরিস্থিতি সৃষ্টি হবে এমন কিছু করতে পারেন না। এর উদ্দেশ্য একটাই ভোটের গতি শ্লথ করে দেওয়া। শিশির বাজোরিয়ার অভিযোগ, তৃণমূল বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে।
advertisement
এই প্রসঙ্গে মুখ খোলেন তথাগত রায়ও। তিনি বলেন,তৃণমূল যা করেছে তা ঠিক নয়। আমরা কমিশনে গোটা বিশয়টি জানিয়েছি।
advertisement
কিন্তু বিজেপির এই উষ্মার কারণ কী? কী করেছিলেন তৃণমূল সুপ্রিমো? নন্দীগ্রামের ভোট উৎসবে সকাল থেকে শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরলেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘর থেকেই গোটা বিষয়টিতে নজর রাখছিলেন। নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অভিযোগ আসলেও, সবচেয়ে বেশি অভিযোগ আসে বয়াল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১ টা ১৫ নাগাদ রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান বয়াল সাত নম্বর বুথে। রীতিমতো ধর্ণার কায়দায় দুইঘণ্টা ওই বুথেই বসে থাকেন তিনি। ওই জায়গা থেকেই যোগাযোগ করেন রাজ্যপালের সঙ্গে, ওখান থেকেই রাইটিং প্যাডে চিঠি লেখেন কমিশনে। আদালতে যাওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে। বাইরে ততক্ষণে যুযুধান দুইপক্ষ রীতিমতে একে অন্যের বিরুদ্ধে ফুঁসছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করেন, বহিরাগতরা এই বুথে ভোটদান প্রক্রিয়া ব্যহত করেছে।
advertisement
আসরে নামেন নন্দীগ্রামের দায়িত্বে থাকা আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রতিশ্রুতি দেন এই অশান্তির পুনরাবৃত্তি হবে না। বাকি সময়টা স্বচ্ছভাবে ভোট হবে। তারপরেই জায়গা ছাড়েন মমতা। বিজেপির দাবি এই ঘটনার ফলে ভোটদান প্রক্রিয়া শ্লথ হয়ে গিয়েছে। এই বিষয়েই কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে গেরুয়া শিবির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বয়াল কাণ্ডে কমিশনের দ্বারস্থ ক্ষুব্ধ বিজেপি, অভিযোগ মমতার দু'ঘণ্টার অবস্থান নিয়েই
Next Article
advertisement
Khaleda Zia Passed Away: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে ক্ষমতার চূড়ায় থাকা শীর্ষ নেত্রী, দক্ষিণ এশিয়ার ‘পাওয়ার ওম্যানদের’ অন্যতম, চিনে নিন খালেদা জিয়াকে
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে ক্ষমতার চূড়ায় থাকা শীর্ষ নেত্রী -খালেদা জিয়া
  • বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ৮০ বছর বয়সে মারা গেছেন. তিনি ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন. তাঁর মৃত্যু নির্বাচনের আগে বিএনপিতে নেতৃত্ব সংকট ও আবেগঘন পরিস্থিতি তৈরি করেছে.

VIEW MORE
advertisement
advertisement