BJP: লক্ষ্য এবার বাংলা, জেলা ধরে ধরে সিনিয়র নেতা-মন্ত্রীদের দায়িত্ব দিল বিজেপি! রইল তালিকা

Last Updated:

২০২১-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিচুতলায় সাংগঠনিক ভাবে তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়া এবং বুথ স্তরে দলের শক্তি বৃদ্ধিই বিজেপি নেতৃত্বের মূল লক্ষ্য৷

বাংলা জয়ে মরিয়া বিজেপি৷
বাংলা জয়ে মরিয়া বিজেপি৷
বিহার জয়ের পরই বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে এবার কোমর বেঁধে নামছে বিজেপি৷ ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় ভাল ফল করতে জেলা ধরে ধরে দায়িত্ব দেওয়া হচ্ছে ভিন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের৷ তাঁদের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির মন্ত্রীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাংগঠনিক দায়িত্ব সামলানো অভিজ্ঞ নেতারাও৷
বিজেপি সূত্রে খবর, গোটা রাজ্যকে সাংগঠনিক ভাবে ছটি ভাগে ভাগ করে এই নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ যে সমস্ত নেতারা অতীতে কঠিন নির্বাচনে সাংগঠনিক দায়িত্ব পালন করে দলকে সাফল্য এনে দিয়েছেন, মূলত তাঁদের হাতেই এবার এলাকা ধরে ধরে ভোটের আগে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে৷ ২০২১-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিচুতলায় সাংগঠনিক ভাবে তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়া এবং বুথ স্তরে দলের শক্তি বৃদ্ধিই বিজেপি নেতৃত্বের মূল লক্ষ্য৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক, কোন এলাকার দায়িত্ব পেলেন কোন নেতারা-
advertisement
রাঢ় বঙ্গ- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো রাঢ় বঙ্গের জেলাগুলিতে ২০১৯-এর লোকসভা নির্বাচন থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি৷ এবার এই অঞ্চলে নিজেদের শক্তি কাজে লাগিয়ে ভোট বাক্সে তার ফায়দা পুরোপুরি তুলতে ছত্তীসগড়ের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে থাকা পবন সাইকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁকে সাহায্য করবেন উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত৷
advertisement
হাওড়া-হুগলি-মেদিনীপুর- সূত্রের খবর, এই তিন জেলার মূল দায়িত্বে থাকছেন দিল্লির বিজেপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) পবন রানা৷ যদিও বিস্তীর্ণ এই এলাকাকে আরও ছোট ছোট ভাগে বিভক্ত করে আলাদা করে হাওড়া এবং হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার অন্যতম সিনিয়র বিজেপি নেতা সঞ্জয় ভাটিয়াকে৷ আবার দুই মেদিনীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মন্ত্রী জে পি এস রাঠৌরকে৷ যেহেতু পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি-র সম্মানের লড়াই, তাই এই অংশকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বও৷
advertisement
কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণা- এই অঞ্চলে তৃণমূলের সাংগঠনিক শক্তি প্রশ্নাতীত৷ দক্ষিণ কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণায় আবার বিজেপির সংগঠন ততটাই দুর্বল৷ এই পরিস্থিতিতে এই অঞ্চলে সংগঠনের হাল ধরতে হিমাচল প্রদেশের দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক এম সিদ্ধার্থনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি কর্ণাটকে বিজেপি-র তরুণ নেতা সি টি রবিকেও দায়িত্ব দেওয়া হয়েছে৷
advertisement
নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগণা- বিজেপি নেতাদের মতে, মতুয়া ভোট ব্যাঙ্ক সহ এই অংশে দলের প্রতি বিপুল সমর্থন থাকলেও সাংগঠনিক দুর্বলতার কারণে সেই সমর্থন ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না৷ পরিস্থিত বদলাতে অন্ধ্রপ্রদেশের সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদে থাকা এন মধুকরকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁকে সাহায্য করবেন উত্তর প্রদেশে দলের সিনিয়র নেতা সুরেশ রানা৷
advertisement
উত্তরবঙ্গ- বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে গেলে বিজেপি-র অন্যতম ভরসা উত্তরবঙ্গ৷ তবে অতীতে ভাল ফল করলেও উত্তরবঙ্গে বিজেপি-র শক্ত ঘাঁটিগুলিতেও থাবা বসাতে শুরু করে করেছে তৃণমূল৷ এই পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের নেতা অনন্ত নারায়ণ মিশ্রকে মালদহ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে৷ শিলিগুড়ির দায়িত্ব সামলাবেন কর্ণাটকের সাংগঠনিক নেতা অরুণ বিন্নাড়ি৷
দার্জিলিং এবং পাহাড়- দার্জিলিং পার্বত্য এলাকার দায়িত্ব পেয়েছেন বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে৷
advertisement
বিজেপি সূত্রের খবর, ২০২১ সালের নির্বাচনের অনেক আগে থাকতেই দুশো পার করার স্লোগান তোলার কৌশল পরে ব্যুমেরাং হয়েছিল৷ আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল৷ এবার তাই চুপচাপ নিজেদের কৌশল সাজিয়ে তা হাতেকলমে কার্যকর করতে চায় বিজেপি নেতৃত্ব৷ যে নেতাদের যে যে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা হয় সেখানে পৌঁছে গিয়েছেন নয়তো খুব শিগগিরই পৌঁছে যাবেন৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত ওই এলাকাতেই ঘাঁটি গেড়ে থেকে সংগঠনের হাল ধরবেন এই সিনিয়র নেতারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: লক্ষ্য এবার বাংলা, জেলা ধরে ধরে সিনিয়র নেতা-মন্ত্রীদের দায়িত্ব দিল বিজেপি! রইল তালিকা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement