Bikash Ranjan Bhattacharya: 'দাদা, বাংলাকে বাঁচান!' ভিন রাজ্যে কে এমন 'অনুরোধ' করলেন বিকাশরঞ্জনের কাছে! চমকে উঠবেন 'পরিচয়' শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bikash Ranjan Bhattacharya: আদালতে হোক বা বাইরে, বারবারই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিকাশরঞ্জন ভট্টাচার্য।
কলকাতা: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। আর্জি খারিজ করেছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। গত ৩ এপ্রিল ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
advertisement
এরপরই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই রিভিউ পিটিশন খারিজ করে শীর্ষ আদালত। সেই প্রেক্ষিতে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, পরিকল্পিতভাবে ছেলেপুলেদের জীবন সর্বনাশ করল তৃণমূল সরকার। আদালতে হোক বা বাইরে, বারবারই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিকাশ। এবার প্রেক্ষিতেই ভিন রাজ্যের এক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের ‘আবেদন‘ নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি। আক্রমণ করলেন মমতা-মোদি, উভয়কেই।
advertisement
advertisement
নিজের ফেসবুক প্রোফাইল থেকে বিকাশরঞ্জন লিখেছেন, ”সংসদীয় শিক্ষা কমিটির সদস্য হিসেবে আইআইটি, মাদ্রাস পরিদর্শনের সুযোগ হল। বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র । এখানে দেখা মিলল শ্রী শান্তুনু ভট্টাচার্যের সঙ্গে। তিনি এসে করমর্দন করে পরিচয় জানালেন। আইআইটি ত্রিশুর শাখার ডিরেক্টর। বিভিন্ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য কাজ করছেন। সভাশেষে একান্তে মনোকষ্টের কথা জানিয়ে তাঁর আকুতি, ‘দাদা, বাংলা কে বাঁচান।’ আমিও সেই কথার প্রতিধ্বনি করে বঙ্গবাসীর কাছে আবেদন করছি, মমতা-মোদীর হাত থেকে বাংলাকে বাঁচাতে জোট বাঁধুন।” (বানান অপরিবর্তীত)
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 3:18 PM IST