রায়গঞ্জে প্রয়াত প্রিসাইডিং অফিসারের পরিবারকে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
পঞ্চায়েত ভোটে মালদায় শোচনীয় ফল কংগ্রেসের। একসময়ের গনি মিথ ভেঙে খানখান। মালদার কোতোয়ালির বাড়ি এখন নিস্তব্ধ। যেখানে একসময় ভোটের সময় কংগ্রেসের কর্মী-সমর্থকরা ভিড় জমাতেন, সেখানে এখন শুনশান পরিস্থিতি। কংগ্রেসের গড়ে দাপট এখন জোড়া ফুলের
#কলকাতা: ভোটের আগেই এবার ত্রিস্তর পঞ্চায়েতের রেকর্ড সংখ্যক আসনে ফয়সালা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৩৪ শতাংশ আসনে এবার কোনও ভোট হয়নি। আর যেসব আসনে লড়াই হয়েছে, তাতেও শুধুই তৃণমূলের একচেটিয়া দাপট। তবে বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এসেছে বিজেপি। বৃহস্পতিবার সারারাত ধরে চলে ভোট গণনা ৷
তৃণমূলের চিন্তা বাড়িয়ে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি যথেষ্ট বাড়িয়েছে গেরুয়া শিবির। সীমান্তবর্তী এলাকাগুলিতেও ফল ভাল হয়েছে। মেরুকরণের রাজনীতিও বেশ কিছু জায়গায় ছাপ ফেলেছে। উৎসাহিত বিজেপি রাজ্য সভাপতির হুঙ্কার, তাঁদের লক্ষ্য এখন এক নম্বরে পৌঁছনো।
- রাজ্যে মোট জেলা পরিষদ আসন ৮২৫ - তার মধ্যে ৬২১ আসনে ভোট হয়েছে - জেলা পরিষদের ২০৩ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি
- পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ২১৭ - এর মধ্যে ৬ হাজার ১৫৭টি আসনে ভোট হয়েছে - ৩ হাজার ৫৯ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি