Bengal BJP: ১-২ নয়, একেবারে ৭ জন! বঙ্গ বিজেপির বড় নেতাদের এবার সরিয়ে দেওয়া হবে? তোলপাড় গেরুয়া শিবির
- Published by:Raima Chakraborty
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জেলা সাংগঠনিক স্তরে হতে চলেছে বড় পরিবর্তন। ৭ নেতাকে সরানো হবে বলে খবর। তালিকায় কারা?
কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জেলা সাংগঠনিক স্তরে হতে চলেছে বড় পরিবর্তন। ৭ টি সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে বলে খবর বিজেপি সূত্রে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চরম ক্ষুব্ধ সেই জেলা সভাপতির কাজে এনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, আরএসএস-এর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, এই জেলা সভাপতিদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই এই ৭ জন জেলা সভাপতির নামের তালিকা তৈরি হয়েছে বলেও খবর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জেলা সংগঠনে বড় পরিবর্তনের সম্ভবনা তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, ১৫ অগাস্টের মধ্যে ৪৩ টি সাংগঠনিক জেলায় জেলা কমিটির তৈরির নির্দেশ। আগে জেলা কমিটি হবে, তারপরই রাজ্য কমিটি তৈরি হবে। চলতি বছর মে মাসের মধ্যেই বিজেপি তার ৪৩ সাংগঠনিক জেলার মধ্যে ৩৯ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করেছে।
advertisement
আরও পড়ুন: ‘বাংলায় কথা বললে ওদের গায়ে এত জ্বালা কেন?’, তৃণমূল-বিজেপির পার্থক্য বুঝিয়ে সেই বাংলা-বিদ্বেষেই বিজেপিকে বিঁধলেন অভিষেক
তবে জেলা সভাপতিদের নাম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বুথ এবং মণ্ডলস্তরে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। গোষ্ঠী কুন্দল কাটিয়ে সংগঠনিক শক্তি মজবুত করার নির্দেশ এবং পরামর্শ বারংবার দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, একাধিক সংগঠনিক জেলায় স্বজনপোষণের অভিযোগ উঠে এসেছে বিজেপি কর্মী সমর্থকদের থেকেই। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা কিংবা হুগলি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা হতেই জেলা থেকে কলকাতার দফতরের বাইরে জেলা সভাপতিদের বিরুদ্ধে পোস্টার পড়তেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ফার্মাসিস্টের চাহিদা জীবনে কোনওদিন কমবে না, কীভাবে এই পেশায় আসা যায়? কী পড়াশোনা করবেন জানুন
স্বজনপোষণের অভিযোগের সঙ্গে যোগ হয়েছে তৃণমূলের সঙ্গে সম্পর্কের অভিযোগও। বিজেপি সূত্রে খবর, এমনকী এই সকল অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছেও। এই সকল অভিযোগের ভিত্তিতেই এবার সাত সাংগঠনিক জেলার সভাপতি বদলের সম্ভাবনা গাঢ় হচ্ছে বঙ্গ বিজেপিতে। তবে শুধু জেলা সভাপতি বদল নয়, জেলা কমিটি তৈরির ক্ষেত্রেও আরএসএস ঘনিষ্ঠদেরকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি গেরুয়া শিবির সূত্রে খবর এমনই।
advertisement
পূর্বে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরে পদ প্রাপ্তির ক্ষেত্রেও আরএসএস ঘনিষ্ঠদের প্রাধান্য বেশি দেখা গিয়েছে। তবে শুধু আরএসএস ঘনিষ্ট নয় জেলা মন্ডল কিংবা বুথ স্তরে নেতৃত্ব বাছাই এর ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি এবং কর্মঠ কর্মীদের উপরেই জোর দিচ্ছে বঙ্গ পদ্ম শিবির। আর সে কারণেই অভিযোগহীন জেলা সভাপতি বাছাই ও নিয়োগের উপর লক্ষ্য রেখে সাত সাংগঠনিক জেলা সভাপতি বদলের সম্ভাবনা বঙ্গ বিজেপিতে।
advertisement
সুস্মিতা মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:35 PM IST