ভোটের মুখে শহরে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার ৯০টি আগ্নেয়াস্ত্র
Last Updated:
কলকাতা পুলিশের এসটিএফের জালে ধৃত সাত
#কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন ৷ ভোটের মুখে রাজারহাটে উদ্ধার বেআইনি অস্ত্র কারখানা। কলকাতা পুলিশের এসটিএফের জালে ধৃত সাত। উদ্ধার ৯০টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি।
বৃহস্পতিবার ধর্মতলায় অস্ত্র পাচারের সময় চারজনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের থেকে তথ্য পেয়ে রাজারহাটের নারায়ণপুরে অভিযান চালায় এসটিএফ। কারখানা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মূল চক্রী শেখ আলি হোসেন ওরফে মুন্না শেখ। ধৃত মুন্না নারায়ণপুরে ভাড়া বাড়িতে থাকত। সেই বাড়ি থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2019 2:32 PM IST