Bagbazar Fire: নির্মীয়মাণ বহুতলের এক তলা থেকে জ্বলন্ত দেহ উদ্ধার... বাগবাজারে হুলুস্থুল কাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের পাশাপাশি এসেছে দমকলও।
কলকাতা: বাগবাজারে নির্মীয়মাণ বহুতলের একতলা থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দগ্ধ দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের পাশাপাশি এসেছে দমকলও।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে এলাকার বাসিন্দারা পোড়া গন্ধ পান। বুঝতে পারেন নির্মীয়মাণ বহুতল থেকে পোড়া গন্ধ আসছে। তারপরেই দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ।
advertisement
advertisement
ওই বহুতলের কেয়ারটেকার জানান, ‘শুক্রবার ৩ তলার একটি ফ্ল্যাটে এসি লাগানোর জন্য কয়েকজন এসেছিলেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমি তালা দিয়ে চলে যাই। আবাসনে কেউ ছিল না। আমার কাছেই চাবি থাকে। সকালে খবর পাওয়ার পর এসে তালা খুলি। গেট টপকে ঢোকা ছাড়া কোনও উপায় নেই।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 11:40 AM IST