লিখিত মুচলেকা দিক রাজ্য, তারপর ইস্ট-ওয়েস্ট মেট্রো:বাবুল
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বাবুল।
#কলকাতা: এখনই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করতে নারাজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ বাবুলের মন্তব্য, রাজ্যে ট্রেন জ্বালানোর নেতৃত্ব দিয়েছেন মমতাই। রাজ্য মুচলেকা দিলে তবেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে সিদ্ধান্ত হবে।
রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দেখভালের দায়িত্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সল্টলেকে ইস্টওয়েস্ট মেট্রো কেন চালু হচ্ছে না, তা স্পষ্ট নয়। রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, সল্টলেকে এখনই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল আক্রমণ বাবুলের। তাঁর আক্রমণ, CAA বিরোধিতার নামে রাজ্যে ট্রেন জ্বালানোয় নেতৃত্ব দিয়েছেন মমতাই।
advertisement
বাবুলের দাবি, রাজ্যে ট্রেন ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ৮৮ হাজার টাকা ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷ CAA বিরোধিতার আঁচ পড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও ৷ তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর জন্য রাজ্যের কাছে মুচলেকা চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
বারবার সল্টলেকে ইস্ট ওয়েস্ট মেট্রো চালুর দিন পিছিয়েছে। কখনও মোটরম্যানের অভাব, কখনও আবার কোনও যান্ত্রিক ত্রুিট। সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম স্বল্প দূরত্বে কত যাত্রী হবে, তা নিয়েও সংশয় দেখা দেয়। প্রশ্ন উঠছে, এইসব সমস্যা ঢাকতেই কি রাজনৈতিক কারণকে ঢাল করছেন বাবুল? রাজ্যের শাসকদল অবশ্য বাবুলের দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2020 7:20 PM IST