লক্ষাধিক টাকা কাটমানির অভিযোগ, দীর্ঘদিন বন্ধ অটো রুটে ভোগান্তিতে যাত্রীরা
Last Updated:
দমদম-সিঁথি রুটে অটোর পারমিট দেওয়ার জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা নেন তৃণমূলপন্থী অটো ইউনিয়নের নেতা খোকন শীল।
#কলকাতা: উল্টোডাঙা - বাগুইআটির পর সিঁথি থেকে দমদম।ভিন্ন কারণ হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ অটো চলাচল। ভোগান্তিতে যাত্রীরা। আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে লক্ষাধিক টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা ফেরতের দাবিতে অটো বন্ধ রেখে বিক্ষোভ চালকদের।
কাটমানি নিয়ে ইত্তাল রাজ্য। তার মধ্যেই এবার কাটমানি আঁচ খাস দমদমে। অভিযোগ, দমদম-সিঁথি রুটে অটোর পারমিট দেওয়ার জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা নেন তৃণমূলপন্থী অটো ইউনিয়নের নেতা খোকন শীল। টাকা দেওয়া হলেও পারমিট পাওয়া যায়নি। বারবার জানানোর পর সে টাকাও ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ।
সিঁথি-দমদম রুটে প্রতিদিন ১২০টি অটো চলে। যাত্রীর সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু বৃহস্পতিবার আচমকাই বন্ধ করে দেওয়া হল অটো। তাও অনির্দিষ্টকালের জন্য।
advertisement
advertisement
এই রুটে বহুদিন ধরেই পারমিট পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকাল থেকেই অটো চালানো বন্ধ করে দেন চালকরা। টাকা ফেরত না পেলে আন্দোলন চালিয়ে যাওযার হুঁশিয়ারি চালকদের। অটো বন্ধ হওয়ায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। অভিযুক্ত আইএনটিটিইউসি নেতার সঙ্গে যোগাযোগ করে হলেও এ নিয়ে মুখ খোলেননি তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 2:09 PM IST
