সৌমিত্রের পর এবার অনশনকারী শিক্ষকদের পাশে অপর্ণা সেন, গেলেন আন্দোলন মঞ্চে
Last Updated:
সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘উৎসব বন্ধ করুন ৷ ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ করুন ৷’
#কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এবার অনশনকারী প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ালেন অপর্ণা সেন ৷ রাজ্যের কাছে দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকেরা ৷ শুক্রবার সল্টলেকে অনশন মঞ্চে এসে অনশনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন ৷ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘উৎসব বন্ধ করুন ৷ ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ করুন ৷’ একইসঙ্গে প্রশ্ন তোলেন কেন শিক্ষকদের যোগ্য বেতন দেওয়া হবে না ৷
বেতনবৃদ্ধির দাবিতে অনশন আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের সংগঠন। অনশনের ১৪ তম দিন শুক্রবার ৷ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র নিয়ম মেনে বেতন কাঠামো তৈরির দাবি প্রাথমিক শিক্ষকদের। দাবি আদায়ে অনশন আন্দোলন চলছে। এরই মধ্যে প্রাথমিকে বেতনবৃদ্ধির ঘোষণা ৷ তাতেও খুশি নন প্রাথমিক শিক্ষকেরা ৷ তাদের দাবি গ্রেড পে অন্তত ৩৯০০ টাকা করতে হবে ৷ এর ফলে এখনও জারি তাদের অনশন ৷
advertisement
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতোই বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের ৷ এদিনই সরকারি নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর ৷ এর পরে প্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে বেড়ে হল ৩৬০০ টাকা ও প্রশিক্ষণহীন শিক্ষকদের জন্য এই টাকা বেড়ে দাঁড়াল ২৯০০ টাকা ৷ এর ফলে ১ অগাস্ট, ২০১৯ থেকেই কার্যকর হবে নতুন বেতনক্রম ৷
advertisement
advertisement
রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের ১ লক্ষ ৮৫ হাজার শিক্ষক শিক্ষিকা ৷ এর আগে প্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে ছিল ২৬০০ টাকা ও প্রশিক্ষণহীনদের ২৩০০ টাকা ৷ নতুন গ্রেড পে লাগু হলেই একজন প্রাথমিক শিক্ষক চাকরিতে যোগ দিলেই ১৯ হাজার টাকার বদলে এখন থেকে পাবেন ২৫,৫০০ টাকা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 7:24 PM IST

