রাস্তায় থুতু ফেলার অভ্যাস, ফাইন দিতে তৈরি থাকুন..
Last Updated:
#কলকাতা: শহরে যেখানে সেখানে ইচ্ছে মতো থুতু ফেলার বদ অভ্যাসে লাগাম টানতে কড়া হল প্রশাসন ৷ থুতু ফেললেই দিতে হচ্ছে জরিমানা ৷ শহরজুড়েই শুরু হয়েছে এই অভিযান ৷ যথেষ্ট কড়া ভাবেই এই খারাপ অভ্যাসের বিরোধিতা শুরু হয়েছে ৷ হাওড়া স্টেশনে চলছে আরপিএফের নজরদারি ৷ স্টেশনে পিক, থুতু ফেললেই জরিমানা হচ্ছে ৷ ৫০০ টাকা স্পট ফাইন করা হচ্ছে যাত্রীদের ৷ থুতু ফেললে ১০০ টাকা জরিমানা হচ্ছে আর পান-গুটখার পিক ফেললে সেটা বেড়ে হয়ে যাচ্ছে ৫০০ টাকা ৷
অন্যদিকে পান-গুটকার পিক, থুতুতে নোংরা শিয়ালদহ স্টেশনও ৷ শিয়ালদহ স্টেশন পরিষ্কারে উদ্যোগী হয়েছে রেল ৷ পরিষ্কারের হাল খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ থার্ড পার্টি দিয়ে অডিট করাবে রেল ৷
ঘটনার সূত্রপাত হয় দক্ষিণশ্বরের স্কাইওয়াকের উদ্বোধনের পর ৷ উদ্বোধন হওয়ার দুদিনের মধ্যেই ৩৪০ মিটার দৈর্ঘের স্কাইওয়াকের বিভিন্ন জায়গা পান-গুটখার পিকে রঙিন হয়ে যায়। একই হাল বিশ্ববাংলা গেটেরও ৷ সেই থেকে উদ্যোগী হয়েছে প্রশাসন ৷ শহরকে কলঙ্ক মুক্ত করতে অভিযান শুরু হয়েছে জোরদার ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2018 12:38 PM IST